Bankura News: ভোট ঘোষণার আগেই তুঙ্গে প্রস্তুতি, বাঁকুড়ায় দেওয়াল লিখন তৃণমূলের
Bankura News Update: রাজ্যের শতাধিক পুরসভায় (Municipal Election) বকেয়া ভোট (Vote) কবে হবে, তার নির্ঘণ্ট এখনও স্থির হয়নি। কিন্তু পরীক্ষার (Exam) প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না তৃণমূল (TMC)।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পুরভোটের (Municipal Election) দিন ঘোষণা হয়নি এখনও। তার আগেই বাঁকুড়া পুরসভার (Bankura Municipality) ১৬ নম্বর ওয়ার্ডে দেওয়াল দখল শুরু করল তৃণমূল (TMC)। তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। আমল দিতে নারাজ ঘাসফুল শিবির।
রাজ্যের শতাধিক পুরসভায় (Municipal Election) বকেয়া ভোট কবে হবে, তার নির্ঘণ্ট এখনও স্থির হয়নি। কিন্তু পরীক্ষার (Exam) প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না তৃণমূল। বাঁকুড়া পুরসভা পুনর্দখলের লক্ষ্যে, আগেভাগেই দেওয়াল দখল শুরু করল শাসক শিবির। বৃহস্পতিবার বাঁকুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের লোকপুর এলাকায়, সেই কাজে নেতৃত্ব দিতে দেখা গেল প্রাক্তন চেয়ারম্যান ও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মহাপ্রসাদ সেনগুপ্তকে। এপ্রসঙ্গে কী বলছেন মহাপ্রসাদ সেনগুপ্ত? জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, “ভোট চলে এসেছে। তাই এখন থেকে দেওয়ালগুলো বুক করতে শুরু করলাম। উন্নয়ন ইস্যুতেই আমরা এগোব।’’
লোকপুর এলাকায় এদিন বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন নাগরিক পরিষেবা সম্পর্কে খোঁজ নেন বাঁকুড়া পুরসভার প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান। আর এনিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। রাঢ়বঙ্গের বিজেপি আহ্বায়ক পার্থ কুণ্ডু বলেন, “দেওয়াল দখল করে কোনও লাভ হবে না। ওরা মানুষের মন দখল করুক। ওরা ভয় পেয়েছে। সামনে পুরভোট। উনি তো পুরপ্রধান ছিলেন। মানুষের মন জিততে পারেননি। বিরোধীরা যাতে কিছু করতে না পারে, তার জন্য দেওয়াল দখল করতে নেমেছে। মানুষ জবাব দেবে পুরভোটে। এদের অনুন্নয়নকে হাতিয়ার করে লড়ব।’’
এদিকে ১৯ ডিসেম্বর ভোট কলকাতায় পুরসভায়। রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কলকাতা পুরভোটে মোট ভোটার সংখ্যা ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫৭ জন। মোট বুথ ৪ হাজার ৯৬৯। স্পর্শকাতর বুথ ১ হাজার ১৩৯। সব স্পর্শকাতর বুথে মোতায়েন থাকবেন একজন ইনস্পেক্টর বা তার থেকে উচ্চ পদমর্যাদার অফিসার। সব ভোটগ্রহণ কেন্দ্রে থাকবে সশস্ত্র পুলিশ। প্রতি বুথে থাকবে সিসি ক্যামেরা। ৫০টি জায়গায় নাকা চেকিং করা হচ্ছে। শুধু কলকাতা নয়, হাওড়া, বিধাননগর পুলিশ কমিশনারেট, বারুইপুর ও ডায়মন্ড হারবার পুলিশ জেলাকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: Malda News: স্কলারশিপে জালিয়াতি? ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ