Soumitra Sujata: ডিভোর্সে সম্মতি, আদালতে সৌমিত্র ও সুজাতা
Soumitra Sujata in Court: একুশের বিধানসভা ভোটের আগে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে সবচেয়ে বেশি চর্চিত যে জুটিগুলি ছিল, তার মধ্যে শোভন-বৈশাখীর পাশাপাশি ছিলেন সৌমিত্র ও সুজাতা।
![Soumitra Sujata: ডিভোর্সে সম্মতি, আদালতে সৌমিত্র ও সুজাতা Bankura News Soumitra Khan Sujata Mondal in District Court on Divorce Case Soumitra Sujata: ডিভোর্সে সম্মতি, আদালতে সৌমিত্র ও সুজাতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/16/9836310ee14abd9e2873d5e74c0a0dcb1673868158536484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ডিভোর্স মামলায় (Divorce Case) বাঁকুড়া জেলা আদালতে (Bankura District Court) হাজির হলেন সাংসদ সৌমিত্র ও তাঁর স্ত্রী সুজাতা (Soumitra Khan and Sujata Mondal)। এর আগে দুজনেই পৃথক পৃথক ভাবে আদালতে হাজির হয়ে মিউচুয়াল ডিভোর্সের মামলা দায়ের করেন। সেই মামলারই আজ শুনানি ছিল।
সবচেয়ে চর্চিত জুটি
একুশের বিধানসভা ভোটের আগে রাজ্যে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে সবচেয়ে বেশি চর্চিত যে জুটিগুলি ছিল, তার মধ্যে শোভন-বৈশাখীর পাশাপাশি ছিলেন সৌমিত্র ও সুজাতা। আবহ হয়তো আলাদা ছিল, কিন্তু বঙ্গ রাজনীতিতে এই দুটি জুটির মধ্যে সবুজ-গেরুয়া কমন ছিল। প্রথমে তৃণমূলে থাকলেও পরে গেরুয়া শিবিরে যাত্রা এবং তা নিয়ে বিস্তর আলোচনা। একদিকে শোভন ও বৈশাখীর বন্ধুত্ব, অপরদিকে দূরে গিয়েও সৌমিত্র ও সুজাতার সম্পর্কের টান সংবাদমাধ্যমে ধরা পড়েছিল। সৌমিত্রের রাজনৈতিক ক্যারিয়ারে যে স্ত্রীর অবদান রয়েছে, তা বারবার দাবি করেছিলেন সুজাতা। এদিকে ততদিনে শিবির বদল হলেও, মনবদলের কোনও আভাস বাতাসে ছড়ায়নি। বরং রাজনৈতিক ক্যারিয়ারের কাছে সম্পর্ক ব্রাত্য হয়ে উঠবে কিনা, সে প্রশ্নও আড়ালে আবডালে ঘুরে বেড়াচ্ছিল। আর ক্যাটালিস্টের কাজ করছিল সেসময় নানা মুনির নানা মত !
সৌমিত্র ও সুজাতার বিয়ে
বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ২০১৬ সালে ১ জুলাই সুজাতা মন্ডলকে বিয়ে করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্রকে জেতানোর মূল কারিগর ছিলেন তাঁর স্ত্রী সুজাতা। পরে ২০২০-র ডিসেম্বরে তৃণমূলে যোগ দেন সুজাতা। ওইদিনই সংবাদমাধ্যমে সুজাতার সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথা জানান সৌমিত্র। এরপরই আদালতের দ্বারস্থ হয়ে সৌমিত্র স্ত্রীর সাথে পাকাপাকিভাবে সম্পর্ক ছেদের জন্য ডিভোর্স মামলা দায়ের করেন। এবার সেই মামলারই অঙ্গ হিসাবে আজ মিউচুয়াল ডিভোর্সের শুনানি হল বাঁকুড়া জেলা আদালতের দ্বিতীয় অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে।
আরও পড়ুন, মাঘের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস, কেমন আবহাওয়া দক্ষিণ ২৪ পরগনায় ?
ডিভোর্স
প্রায় এক ঘণ্টা ধরে দুজনের উপস্থিতিতে চলে শুনানি। সুজাতা খাঁ জানিয়েছেন এই ডিভোর্সের মামলায় তাঁর কোনও দাবি দাওয়া নেই। বিষয়টি বিচারাধীন। আদালত চাইলে দ্রুত এই মামলার নিস্পত্তি হবে। সৌমিত্র খাঁ বিষয়টিকে 'ব্যাক্তিগত বিষয়' বলে এড়িয়ে যান। তাঁর আইনজীবী জানান, মামলাটি দ্রুত নিস্পত্তির জন্য আদালতে আবেদন জানানো হয়েছিল। আজ তারই শুনানি হয়েছে। আদালত দুপক্ষের কাছেই তাঁদের সম্পর্ক নিয়ে জানতে চায়। দুপক্ষই ডিভোর্সের ব্যাপারে আদালতের কাছে তাঁদের সম্মতির কথা জানিয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)