Bankura News: পাঁচশো টাকা চাঁদা দিতে না পারায় নিঃসন্তান বিধবাকে একঘরে করার অভিযোগ
কোদালিয়া গ্রামের বাসিন্দারা বৈশাখ মাসে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছিলেন। গ্রামের প্রতিটি পরিবারের জন্য ধার্য হয় পাঁচশো টাকা চাঁদা। শারীরিক অসুস্থতায় নাজেহাল নিঃসন্তান বিধবা সেই চাঁদা দিতে পারেননি।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: গ্রামের সংকীর্তন উপলক্ষে প্রত্যেক পরিবারের মতো তাঁরও চাঁদা ধার্য হয়েছিল পাঁচশো টাকা। কিন্তু সেই টাকা দিতে পারেননি নিঃসন্তান বিধবা। আর সেই অপরাধেই তাঁকে একঘরে করার অভিযোগ উঠল গ্রাম ষোল আনা কমিটির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) কোদালিয়া গ্রামে।
চাঁদা ও জরিমানা দিতে না পারায় বৃদ্ধাকে সামাজিক বয়কট-
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংকীর্তন উপলক্ষে গ্রামের আর পাঁচটা পরিবারের মতো তাঁরও চাঁদা ধার্য হয়েছিল পাঁচশো টাকা। কিন্তু সেই টাকা দিতে পারেননি নিঃসন্তান বিধবা। দুশো টাকা চাঁদা দিতে গেলে গ্রামবাসীদের সাথে বচসা বাধে তাঁর। সেই বচসার অপরাধে নিঃসন্তান ওই বিধবার জরিমানা ধার্য হয় দশ হাজার টাকা। সেই জরিমানাও দিতে না পারায় এবার নিঃসন্তান ওই বিধবা সত্তোর্ধ্ব মহিলাকে সামাজিক বয়কটের অভিযোগ উঠল গ্রাম ষোল আনা কমিটির বিরুদ্ধে। অভিযোগ উঠেছে যে এই ঘটনায় ওই মহিলার এক আত্মীয়কেও একঘরে করা হয়। বাঁকুড়ার বেলিয়াতোড় থানার কোদালিয়া গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন - Bankura News: হাতির হানায় মর্মান্তিক পরিণতি, প্রাণ গেল এক প্রৌঢ়ের
জানা গিয়েছে, কোদালিয়া গ্রামের বাসিন্দারা বৈশাখ মাস উপলক্ষে গ্রামে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছিলেন। সেই উপলক্ষে গ্রামের প্রতিটি পরিবারের জন্য ধার্য হয় পরিবার পিছু পাঁচশো টাকা চাঁদা। শারীরিক অসুস্থতায় নাজেহাল গ্রামের নিঃসন্তান বিধবা আদরী পাল সেই চাঁদা দিতে পারেননি। জানা গিয়েছে, তাঁর চিকিৎসার জন্যও খরচ হয় অনেক টাকা। গ্রামেই থাকা অপর এক আত্মীয়ের হাতে পাঁচশোর বদলে দুশো টাকা আদরী পাল চাঁদা হিসাবে গ্রাম ষোল আনার কাছে পাঠান। কিন্তু অভিযোগ উঠেছে যে, গ্রাম ষোল আনা কমিটি সেই চাঁদা তো গ্রহণ করেনি। উলটে তা নিয়ে বৃদ্ধার আত্মীয়ের সাথে তুমুল বচসা হয় বলে কমিটির সদস্যদের। জানা গিয়েছে, এরপরই আদরী পালের ওই আত্মীয়র সঙ্গে চাঁদা নিয়ে ষোল আনার কমিটির সঙ্গে বচসা করেছে এই অপরাধে গ্রাম ষোল আনা কমিটি আদরী পালকে দশ হাজার টাকা জরিমানা করে। সেই জরিমানার টাকাও দিতে পারেননি ওই বৃদ্ধা। অভিযোগ উঠেছে, জরিমানা দিতে না পারার অপরাধে বৃদ্ধা আদরী পাল ও তাঁর আত্মীয়ের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের নিদান দেয় গ্রাম ষোল আনা কমিটি। সূত্রের খবর, গ্রামে রীতিমত ঢ্যাঁড়া পিটিয়ে ওই দুটি পরিবারকে সামাজিক বয়কটের কথা ঘোষণা করা হয়।
মধ্যযুগীয় এই বর্বরতার বিরুদ্ধে বিচার চেয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে থানা, পুলিশ সুপার, বিডিও, জেলা শাসক সহ বিভিন্ন স্তরে আবেদন জানিয়েছেন বৃদ্ধা আদরী পাল। কিন্তু সমস্যা যে তিমিরে ছিল সেখানেই রয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।। সামাজিক বয়কটের কথা স্বীকার না করলেও গ্রাম ষোল আনা কমিটি জরিমানার অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছে। বিষয়টি নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে বাঁকুড়া সদর মহকুমা প্রশাসন।