Kurmi Protest: রেল লাইনের উপর বসে-শুয়ে কুড়মিদের অবরোধ, ৭২টি ট্রেন বাতিল, দেখুন তালিকা
আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৯ তারিখ অর্থাৎ রবিবার থেকে পুরুলিয়া রাঁচি রেলপথের কোটশিলা স্টেশন ও পুরুলিয়া রাঁচি রাজ্য সড়কের কোটশিলা স্টেশনের সামনে রেল ও পথ অবরোধ আরম্ভ করা হবে।
সুনীত হালদার, হংসরাজ সিংহ, হাওড়া : পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে আদিবাসী কুড়মিদের আন্দোলনে জেরে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেল অবরোধের জেরে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।
৭৫ ঘন্টা নিজেদের দাবিতে অনড়
বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য রেল ও পথ অবরোধের জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। আন্দোলনের চতুর্থ দিনেও টানা ৭৫ ঘন্টা নিজেদের দাবিতে অনড় আদিবাসী কুড়মি সমাজ, চলছে রেল ও পথ অবরোধ। আদ্রা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে ১৭৯ ট্রেন বাতিল করা হয়েছে, ৫ টি ট্রেনের পথ পরিবর্তন ও ৪টি ট্রেনের পথ সংক্ষিপ্ত করা হয়েছে। আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৯ তারিখ অর্থাৎ রবিবার থেকে পুরুলিয়া রাঁচি রেলপথের কোটশিলা স্টেশন ও পুরুলিয়া রাঁচি রাজ্য সড়কের কোটশিলা স্টেশনের সামনে রেল ও পথ অবরোধ আরম্ভ করা হবে।
হাওড়া থেকে কোন কোন ট্রেন বাতিল
শনিবার হাওড়া থেকে আদ্রা ও খড়গপুর ডিভিশনে ৭২টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে,
- হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস
- হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস
- পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস
- হাওড়া-আমদাবাদ এক্সপ্রেস
- উদয়পুর-শালিমার এক্সপ্রেস
- পুণে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস
- পুরী-নিউ দিল্লি এক্সপ্রেস
- মুম্বই সিএসএমটি-হাওড়া মেল
- হাওড়া-মুম্বই সিএসএমটি-গীতাঞ্জলি এক্সপ্রেস
- শালিমার-পোরবন্দর এক্সপ্রেস
- খড়গপুর-হাতিয়া মেমু এক্সপ্রেস
- নিউ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস
- হাওড়া-রাঁচি এক্সপ্রেস
আদ্রা-চাণ্ডিল শাখা ও খড়গপুর-টাটানগর শাখায় ৪ দিনে আড়াইশোর কাছাকাছি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।
শুভেন্দুর কটাক্ষ
কুড়মি আন্দোলন নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার ট্যুইট, রাজ্যের বিস্তীর্ণ
এলাকা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। রেল ও সড়ক অবরোধ চলছে। মনে হচ্ছে রাজ্য সরকারের ওপর আর আস্থা নেই। কেন আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে না? এটা মুখ্যমন্ত্রীর প্ররোচনার ফল। ট্যুইটে লেখেন বিরোধী দলনেতা।
Large parts of WB is out of State Administration's control. Railway tracks & Highways are blocked due to the agitation of one community.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 7, 2023
Seems like there's no State Govt in WB. Why no efforts to resolve the situation through dialogue?
It's result of @MamataOfficial's instigation. pic.twitter.com/nYPa2LzYFg