SIR: দুর্গাপুজো মিটতেই পশ্চিমবঙ্গে বেজে গেল SIR-ডঙ্কা, এরাজ্যেও ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে প্রস্তুতি বৈঠকে বসছে কমিশন
EC ON Bengal SIR : বিহারের পর এবার এরাজ্যেও ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে প্রস্তুতি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন।

কলকাতা: দুর্গাপুজো মিটতেই পশ্চিমবঙ্গে বেজে গেল SIR-ডঙ্কা। বিহারের পর এবার এরাজ্যেও ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে প্রস্তুতি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন, পুজো মিটতেই এবার ভোটের প্রস্তুতি শুরু, ২৬-র নির্বাচনে কি একা লড়বে কংগ্রেস ?
আগামী মঙ্গলবারই কলকাতায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ও নির্বাচন কমিশনের IT ECI সীমা খান্না। পরদিন, অর্থাৎ বুধবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমের রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে চলেছেন তাঁরা। প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO, এডিএম ইলেকশন, ওসি ইলেকশন ও IT কর্মীদের বৈঠকে যোগদান বাধ্যতামূলক বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবারের বৈঠকের শেষে বিভিন্ন জেলার সদর দফতর, মহকুমা ও ব্লক অফিস পরিদর্শনে যাবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। এরমধ্যেই ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত সব অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করায় জোর দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে।
বিহারের পর এবার এ রাজ্যেও ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে প্রস্তুতি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কলকাতায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ও নির্বাচন কমিশনের তথ্য়প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না। বুধবার সকাল ১০টায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমের রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জানানো হয়েছে, বৈঠকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা DEO, ইলেক্টরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO, অ্য়াডিশনাল ডিস্ট্রিক্ট ম্য়াজিস্ট্রেট (ইলেকশন) OC ইলেকশন ও IT কর্মীদের থাকতে হবে। বৈঠক শেষে বিভিন্ন জেলার সদর দফতর, মহকুমা ও ব্লক অফিস পরিদর্শনে যাবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। তৃণমূল শুরু থেকেই ভোটার তালিকার বিশেষ সংশোধনের বিরুদ্ধে। এবার এরাজ্য়ে তার তোড়জোড় শুরুর পর এনিয়ে বিজেপিকে নিশানা করেছে তারা।
ব্রাত্য বসু বলেন, নির্বাচন কমিশনের রুলে আছে, যে বছর নির্বাচন সেই বছর সেই রাজ্যে SIR করা যাবে না। সেখানে হঠাৎ নভেম্বরের আগে বিহারে SIR, এপ্রিল বা মে-র আগে পশ্চিমবঙ্গে SIR যে যে রাজ্যে ভোট আছে। এটাই তো খুব সন্দেহজনক। ফলে এই ভোটচুরি সংক্রান্ত যে অভিযোগ বিজেপিকে কেন্দ্র করে বারবার উঠছে...। তৃণমূল-বিজেপির এই তরজার আবহে সিপিএমের দাবি, ভোটার তালিকার বিশেষ সংশোধন হোক, তবে সঠিকভাবে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন , SIR আমরা চাই। কিন্তু যেন ঠিকভাবে হয়।সূত্রের খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত অসমাপ্ত কাজ দ্রুত শেষ করায় জোর দেওয়া হয়েছে।






















