Bengal SIR Row: 'খসড়া তালিকায় জীবিত ব্যক্তি মৃত, তৃণমূলের অভিযোগ প্রমাণ হলে BLO-দের বিরুদ্ধে কড়া ব্যবস্থা', বৈঠকের কী জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক ?
SIR Row EC On BLO: কোন অভিযোগ প্রমাণ হলে BLO-র বিরুদ্ধে পদক্ষেপ ? বৈঠকের পর কী জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক ?

কলকাতা: 'তৃণমূলের অভিযোগ প্রমাণ হলে এবার BLO-দের বিরুদ্ধে কড়া ব্যবস্থা', খসড়া তালিকায় জীবিত ব্যক্তি মৃত, অভিযোগ তৃণমূলের। অভিযোগ প্রমাণ হলে এবার BLO-র বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকের পর জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ৫ জানুয়ারি দিল্লিতে নির্বাচন কমিশনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক। বৈঠকে থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা।
আরও পড়ুন, গঙ্গাসাগরে শুভেন্দুর সভায় 'না' প্রশাসনের, মহকুমাশাসককে চিঠি পুলিশের
তৃণমূলপন্থী BLO-দের বিক্ষোভে ফের তুলকালাম, বিক্ষোভকারীকে গার্ডরেলের ওপরে নিয়ে ঠেলাঠেলি! রুখতে মরিয়া চেষ্টা পুলিশের
তৃণমূলপন্থী BLO-দের বিক্ষোভে ফের তুলকালাম। প্রথমে গার্ডরেল ধরে ঝাঁকুনি। তারপরই তার উপর উঠে টপকানোর চেষ্টা।ব্য়ারিকেডের উপর তুলে দেওয়া হল এক বিক্ষোভকারীকে তারপর গার্ডরেলের ওপরেই তাঁকে নিয়ে চলল ঠেলাঠেলি!বিক্ষোভকারীকে এপারে পাঠাতে প্রাণপণ ঠেললেন বাকিরা!আর তাঁকে ঠেকাতে মরিয়া চেষ্টা চালিয়ে গেলেন পুলিশকর্মীরা। প্রকাশের লাইভের সময়ে ৪টের একদিকে পুলিশবাহিনী।
'যেখানে মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হচ্ছে। তাহলে সেই কাজগুলো কেন মাইক্রো অবজার্ভারকে দিয়ে করাচ্ছে না?'
অন্য়দিকে বিক্ষোভকারীরা। সব মিলিয়ে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল বিবাদীবাগে CEO দফতরের কাছে।বিক্ষোভকারী বলেন,আমরা এটাই দাবি করছি, আমাদের যেন কাজের চাপ। হালকা করে দেওয়া হয়। বিক্ষোভকারী বলেন,যেখানে মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হচ্ছে। তাহলে সেই কাজগুলো কেন মাইক্রো অবজার্ভারকে দিয়ে করাচ্ছে না? কেন BLO-দের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? বিক্ষোভকারীদের দাবি, BLO-দের অ্য়াপে একের পর এক নতুন অপশনের জেরে ক্রমশ দায়িত্ব এবং চাপ বাড়ছে BLO-দের।এর মধ্য়েই মঙ্গলবার ফের একটি নতুন অপশন যোগ করা হয়েছে সেই অ্য়াপে।
খসড়া তালিকা প্রকাশের পর এবার SIR-এর শুনানির পালা, কবে শুরু ?
BLO ঐক্যমঞ্চের সম্পাদক স্বপন মণ্ডল বলেন, আজ সকালেও একটা দেখলাম যে BLO অ্য়াপে একটা নতুন এসেছে। সেই অপশনটার নাম হচ্ছে ইলেক্টরস উইথ নো ম্য়াপিং। যাদের ম্য়াপিং হয়নি তাদের বিষয়টা সমাধান করার জন্য় নির্বাচন কমিশন আজকে একটা নতুন অপশন দিয়েছে। আশ্চর্যের বিষয়, হেয়ারিং শুরু হতেই, এর মধ্য়ে দেখা গেল তিন, চারটে নতুন নতুন অপশন দেওয়া হল। গত পাঁচদিনের মধ্য়ে তারটে নতুন অপশন এল। মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিক্ষোভ নিয়ে চলছে রাজনৈতিক তরজাও। খসড়া তালিকা প্রকাশের পর এবার SIR-এর শুনানির পালা। সেটা কবে শুরু হবে, সেটাই দেখার।






















