Bengal Weather Update : দশকের উষ্ণতম ডিসেম্বর, সর্বনিম্ন তাপমাত্রাই ২০র উপর, কবে ফিরবে শীত?
Bengal Weather Update Report : সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির উপরে ।সর্বোচ্চ তাপমাত্রাও এবারের ডিসেম্বরে অনেকটাই বেশি।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : উষ্ণতম ডিসেম্বর ( December )। ২০০৪ সালের পর সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির উপরে উঠল। এর আগে ২০০৪ সালে ২১ শে ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রাও এবারের ডিসেম্বরে অনেকটাই বেশি। ২০১৩ সালে ২৪ ডিসেম্বর সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। ২৬ শে ডিসেম্বর সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তর পশ্চিমের শীতল হাওয়া ফিরবে বুধবার বিকেল থেকে। বৃহস্পতিবার ও শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রাফের কমতে শুরু করবে। ১৫ ডিগ্রির নিচে নামবে কলকাতার পারদ। বর্ষ শেষেও শীতের আমেজ থাকবে এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।
আগামী দিন গুলি কলকাতার তাপমাত্রা কেমন থাকবে -
( source : IMD )
আরও পড়ুন :
গড়িয়ায় তৃণমূল নেতার 'মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর', অভিযোগ দলেরই বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
27-Dec | 20.0 | 28.0 | Fog/mist in the morning and mainly clear sky later | |
28-Dec | 17.0 | 28.0 | Fog/mist in the morning and partly cloudy sky later | |
29-Dec | 14.0 | 26.0 | Mainly Clear sky | |
30-Dec | 15.0 | 25.0 | Mainly Clear sky | |
31-Dec | 16.0 | 25.0 | Mainly Clear sky | |
01-Jan | 16.0 | 26.0 | Mainly Clear sky | |
02-Jan | 17.0 | 27.0 | Mainly Clear sky |