Garia Inner Clash : গড়িয়ায় তৃণমূল নেতার 'মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর', অভিযোগ দলেরই বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে
Garia TMC Clash : আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের ধারে পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে জয়হিন্দ বাহিনীর ওয়ার্ড সভাপতি শুকদেব পুরকায়স্থ।
হিন্দোল দে, দক্ষিণ চব্বিশ পরগণা : এলাকা দখলকে কেন্দ্র করে গড়িয়া স্টেশনের কাছে নতুন দিয়াড়ায় তৃণমূলের জয়হিন্দ বাহিনীর ওয়ার্ড সভাপতিকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধরের অভিযোগ উঠল দলেরই আরেক গোষ্ঠীর বিরুদ্ধে।
পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন আহত
আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের ধারে পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে জয়হিন্দ বাহিনীর ওয়ার্ড সভাপতি শুকদেব পুরকায়স্থ। পরিবার সূত্রে জানা গেছে, ইমারতি সামগ্রীর ব্যবসা করেন শুকদেব। গতকাল রাত ৯টা নাগাদ দোকান বন্ধ করে ফেরার সময়, তাঁর ওপর হামলা চালানো হয়।
ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতার
ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতা সমরেশ সাহার। নরেন্দ্রপুর থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে খুনের চেষ্টা ও মারধরের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তপক্ষ বা তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এক নজরে আজকের ঘটনা
- এলাকা দখলকে কেন্দ্র করে গড়িয়া স্টেশনের কাছে উত্তেজনা
- তৃণমূলের জয়হিন্দ বাহিনীর ওয়ার্ড সভাপতিকে 'মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর' অভিযোগ দলেরই বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে।
- আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওয়ার্ড সভাপতি
- নরেন্দ্রপুর থানায় কয়েকজনের বিরুদ্ধে খুনের চেষ্টা ও মারধরের অভিযোগ দায়ের
ABP Ananda Live: 'অযোগ্য' তালিকায় নেতা-পুত্র। ১৬৯৪ জনের চাকরি বাতিল?। দার্জিলিং পুরসভাতেও পালাবদল?
এক নজরে আজকের শিরোনাম -
আবাসে (Awas Yojna) যোগ্যদের বঞ্চনার অভিযোগ। ভরতপুরের পথে এবার মানবাজার! তৃণমূলের পঞ্চায়েত (TMC Panchayat) প্রধান-সহ ১১ সদস্যেরই ইস্তফার ইচ্ছাপ্রকাশ! পদত্যাগ করতে চান বাম সদস্যও। জানা নেই, দাবি বিডিওর (BDO)।
পাকা বাড়ি সত্ত্বেও আবাসে নাম, বঞ্চিত যোগ্য। নাকাশিপাড়ায় পঞ্চায়েতে ভাঙচুর! জলপাইগুড়িতে (Jalpaiguri) ঘেরাও। কোচবিহার-আলিপুরদুয়ারে অবরোধ। বিক্ষোভ ডেবরাতেও।
মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুরে টানটান নাটক। প্রধান, উপপ্রধান-সহ মালিহাটি পঞ্চায়েতের ১৭ সদস্যের ইস্তফা বৈধ নয়, দাবি জেলা সভানেত্রীর! ইস্তফা প্রত্যাহার কিনা, মঙ্গলবার সিদ্ধান্ত প্রধানের।
নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ছেলের। বাগদার চন্দনের গ্রামে অযোগ্য শিক্ষকের হদিশ।
কম নম্বর পেয়েও শিক্ষক পদে তৃণমূল নেতার ছেলে! ওএমআর কেলেঙ্কারিতে এবার অভিযুক্ত বারাসাতের পূর্ত কর্মাধ্যক্ষর ছেলে। চক্রান্ত তত্ত্ব, শাসক নেতার।
এবার কি ১ হাজার ৬৯৪ জন শিক্ষাকর্মীর চাকরি বাতিল? জেলা পরিদর্শক মারফত হাইকোর্টের নির্দেশের বিষয়টি জানাল সরকার। ২০১৮-য় নম্বরে কারচুপি করে চাকরি পাওয়ার অভিযোগ।
তৃণমূলের সমর্থনে অনীত থাপার দল নাকি হামরো পার্টি? এবার কি দার্জিলিং পুরসভাতেও পালাবদল? হাইকোর্ট স্থগিতাদেশ না দেওয়ার পরেই বুধবার অনাস্থা ভোটের নোটিস।
ইডির যুক্তিতে মান্যতা আদালতের। অনুব্রতকে নিয়ে আগে থেকেই তদন্ত করছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দুবরাজপুর মামলার নথি দিতে পুলিশকে নির্দশে কোর্টের।