BJP MLA: 'আমি একশো ভাগ সমর্থন করি' রাজ্য ভাগের পক্ষে সওয়াল বিজেপি বিধায়কের
West Bengal News: আরও একধাপ এগিয়ে, শুধু বাংলারই ৫টি জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় নিয়ে আসার কথা বললেন বহরমপুরের বিজেপি বিধায়ক।
বহরমপুর: রাজ্য নেতৃত্বের বিপরীতে গিয়ে রাজ্য ভাগের পক্ষে সওয়াল আরও এক বিজেপি বিধায়কের (BJP MLA)। নিশিকান্ত দুবে, গৌরীশঙ্কর ঘোষের প্রস্তাব সমর্থন করলেন বহরমপুরের বিজেপি বিধায়ক। মালদা-মুর্শিদাবাদ তো বটেই তার সঙ্গে নদিয়া, দিনাজপুরকে নিয়েও কেন্দ্রীয় সরকারকে ভাবার আর্জি জানালেন সুব্রত মৈত্র।
রাজ্য ভাগের পক্ষে সওয়াল: বঙ্গ বিজেপির একাংশে আগেই জোরালো হয়েছিল রাজ্যভাগের দাবি। এই প্রেক্ষাপটেই বাংলা ও বিহার মিলিয়ে মোট ৬টি জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি করেছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদা। এরপরই মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ দাবি করেন, ২ বছর আগেই মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন। এবার আরও একধাপ এগিয়ে, শুধু বাংলারই ৫টি জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় নিয়ে আসার কথা বললেন বহরমপুরের বিজেপি বিধায়ক। যার মধ্যে মালদা, মুর্শিদাবাদের সঙ্গে তিনি যোগ করেছেন ২ দিনাজপুর ও নদিয়াকে।
বিজেপি বিধায়ক, বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বলেন, "আমি একদম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর নদিয়া এই ৫টা জেলায় বিভীষিকাময় অবস্থা। আমরা আতঙ্কিত কেন হব না? আমাদের বহরমপুর শহরে জীবনে কোনওদিন প্যালেস্তাইনের পতাকা ওঠেনি। হঠাৎ প্যালেস্তাইনের পতাকা কেন উঠল? এবং সেটা বর্তমান যে সাংসদ এখানকার, তিনি সেটাকে অবলীলাক্রমে সাপোর্ট করছে।''
বিজেপির অন্দরে আগেই কেউ কেউ উত্তরবঙ্গকে পৃথক রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছেন। এরই মধ্যে উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব পর্ষদের অধীনে আনার প্রস্তাব দিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকান্ত মজুমদার। যাকে রাজ্যভাগের চক্রান্ত বলে সরব হয়েছে তৃণমূল। এরপর নিশিকান্ত দুবে বাংলা ও বিহারের ৬ জেলা মিলিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে দাবি তোলায়, তাঁকে মুর্শিদাবাদের দুই বিধায়কের পাশাপাশি সমর্থন জানিয়েছেন বিজেপির সাংগঠনিক জেলার সভাপতিও। আর এবার উত্তরবঙ্গের কয়েকটি জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাংশকেও কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি তুললেন বহরমপুরের বিজেপি বিধায়ক। যা আরও অস্বস্তি বাড়াল বঙ্গ বিজেপির।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Rain Alert: বাড়বে বৃষ্টি, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা, কোন জেলায় কেমন আবহাওয়া?