Bhabanipur By-election 2021 সকাল সকালই ইভিএম কারচুপির অভিযোগ প্রিয়ঙ্কার, বচসায় জড়ালেন পুলিশের সঙ্গেও
বুথের কাছে ধাবা খোলা কেন, কেন এত মানুষ এক সঙ্গে ঘুরছে, পুলিশের কাছে গিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী
কলকাতা : ভবানীপুরে ভোট শুরু হতেই বুথ জ্যামের অভিযোগ তুলল বিজেপি। সকাল থেকেই বুথে বুথে ঘুরছিলেন বিজেপি প্রার্থী। ১২৬ নম্বরে বুথে গিয়ে ইভিএম কারচুপির অভিযোগ তোলেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। ভবানীপুর ধীরেন্দ্রনাথ ঘোষ রোডের এই বুথে কারচুপি হয়েছে বলে দাবি করেন বিজেপি প্রার্থী।
লড়াইয়ে না পেরেই মিথ্যা অভিযোগ করছে বিজেপি, প্রতিক্রিয়া জানান ফিরহাদ হাকিম।
প্রিয়ঙ্কার অভিযোগ উড়িয়ে নির্বাচন কমিশনও জানিয়ে দেন, ‘মক পোলের জন্য দেরি, কোনও ইভিএম বিভ্রাট হয়নি’। বিজেপির অভিযোগের উত্তরে জানিয়ে দেয় নির্বাচন কমিশন।
এরপর ভবানীপুরে গুরুদ্বারের সামনে ধাবা খোলা কেন, কেন এত মানুষ এক সঙ্গে ঘুরছে, পুলিশের কাছে গিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী। প্রিয়ঙ্কা বলেন, 'এখানে ১৪৪ ধারা থাকা সত্ত্বেও এত লোক কেন ? কেন পুলিশ কিছু বলছে না ? ' পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি।
এই ঘটনায় নজর রাখছে কমিশন।
আরও পড়ুন :
সামশেরগঞ্জে বুথের বাইরে নকল EVM ! 'ভোটারদের শেখানো হচ্ছিল' তৃণমূল কর্মীদের সাফাই
এই ঘটনায় ফিরহাদ হাকিম বলেন, 'আজ সকাল থেকে কমিশনকে পাগল করে দিচ্ছেন তিনি। দেখলেন তো বুথ জ্যামের অভিযোগ খারিজ করে দিয়েছে। নাচতে না জানলে উঠোন বাঁকা, উনি নিজের হারের অজুহাত খুঁজছেন'। ফিরহাদ আরও বলেন, 'বুথের কাছে ১৪৪ ধারা। মন্দির , মসজিদ, গুরুদ্বারের সামনে তো কোনও ১৪৪ ধারা তো নেই। '
অন্যদিকে জঙ্গিপুর বিধানসভার আহিরণে ভোট শুরুর পর ইভিএম বিকল হয়ে যায়। হেমাঙ্গিনী হাইস্কুলের ২০ ও ২১ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে যায়। ২ বুথে ইভিএম পাল্টে ভোটগ্রহণ শুরু হয়।
সকাল থেকে বুথে বুথে ঘুরছেন ভবানীপুরের বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। কয়েকমাসের মধ্যে এই উপনির্বাচন কাঙ্খিত নয় বলে দাবি করে অবাধ ও শান্তিপূর্ণ ভোটদানের আবেদন জানিয়েছেন সিপিএম প্রার্থী। তিনি ভোট দেবেন বকুলবাগান প্রাথমিক বিদ্যালয়ে।
- সকাল ৯টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ৭.৫৭ শতাংশ
- সকাল ৯টা পর্যন্ত জঙ্গিপুরে ভোটদানের হার ১৭.৫১ শতাংশ
- সকাল ৯টা পর্যন্ত সামশেরগঞ্জে ভোটদানের হার ১৬.৩২ শতাংশ