Bidhan Nagar : লকডাউনে কর্মহীন ! এটিএম ভেঙে লুঠের চেষ্টার ঘটনায় পুলিশের জালে অভিযুক্ত
ATM Loot Attempt : গত ১ অগাস্ট সল্টলেকের সি ডি ২৮ নম্বরে এটিএম ভেঙে চুরির চেষ্টা করা হয়। সেই পরিপেক্ষিতে একটি মামলা করা হয়

রঞ্জিত সাউ, সল্টলেক : সল্টলেকে (Salt Lake) একের পর এক এটিএম (ATM) ভেঙে টাকা লুঠের চেষ্টা ! ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। ধৃতের নাম পলাশ পোদ্দার। গতকাল রাতে নাকা চেকিংয়ের সময় তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত ১ অগাস্ট সল্টলেকের সি ডি ২৮ নম্বরে এটিএম ভেঙে চুরির চেষ্টা করা হয়। সেই পরিপেক্ষিতে একটি মামলা করা হয়। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। এরপর অভিষুক্ত এবং তার বাইকটিকে চিহ্নিত করা হয়। এরপরে বিবি ব্লকের এটিএমেও একই রকম ঘটনার রিপোর্ট হয়। সঙ্গে সঙ্গে এই দুষ্কৃতীদের ধরতে একটি স্পেশাল টিম তৈরি করা হয় পুলিশের তরফে।
আরও পড়ুন ; বেসরকারি ব্যাঙ্কের লুঠ করা এটিএম উদ্ধার করল পুলিশ
কীভাবে পুলিশের জালে অভিযুক্ত ?
তদন্ত নেমে পুলিশ দেখে, দুষ্কৃতীরা এটিএম কাউন্টারে ঢোকার সঙ্গে সঙ্গে সিসিটিভি ক্যামেরায় ব্ল্যাক স্প্রে করে দিয়েছিল। এর পরেই এলাকায় শুরু হয় নাকা চেকিং। গতকাল রাতে সল্টলেক পিএনবি মোড়ে নাকা চেকিং চলার সময় সেই বাইকটি পুলিশের নজরে আসে এবং পলাশ পোদ্দারকে আটক করা হয়। তার বাড়ি নাগেরবাজার থানার সাতগাছি এলাকায়। তার কাছ থেকে একটি মেটাল কাটিং মেশিন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের কথা স্বীকার করে নেয়। এরপরেই গ্রেফতার করা হয় তাকে। এর সাথে আর কেউ জড়িত আছে কি না বা অন্য কোথাও এরকম ঘটনা ঘটিয়েছে কি না তা জানতে অভিষুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।
পুলিশ সূত্রে আরও খবর, পলাশ পোদ্দার মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করত। কিন্তু লকডাউনের সময় তার কাজ চলে যায়। এর পর থেকে কোনও কাজ পাচ্ছিল না। সেই কারণেই এই অপরাধের পথে নেমে টাকা উপার্জনের রাস্তা বেছে নেয়।
প্রসঙ্গত, এর আগে গত জুলাই মাসে লুঠ করতে এসে পুরো এটিএমই (ATM) তুলে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাগদা (Bagda) থানার বেয়াড়া বাজারের বাসিন্দারা একটি এটিএম রাখার ঘর ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর ঘটনাস্থলের ৪ থেকে ৫ কিলোমিটার পর লুঠ করা এটিএমটি উদ্ধার করে পুলিশ।
কী ঘটনা ?
স্থানীয় সূত্রে জানা যায়, বাগদা থানার বেয়াড়া বাজারের বাসিন্দারা একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম রাখার জায়গা ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকতে দেখেন। কিন্তু সেখানে ছিল না এটিএমটি। দুষ্কৃতীরা এটিএমই সেখান থেকে লুঠ করে নিয়ে গিয়েছিল। স্থানীয় বাসিন্দারাই খবর দেয় পুলিশে। পরবর্তীতে বেয়াড়া বাজার থেকে ৪ থেকে ৫ কিলোমিটার দূরে বনগাঁ থানার অন্তর্গত দুর্গাপুর মোড় থেকে লুঠ করা এটিএম উদ্ধার করে পুলিশ। জানা যায়, বেসরকারি ওই এটিএমে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। বাগদা থানার পক্ষ থেকে সিভিক ভলান্টিয়ার বাজারে রাত পাহারায় ছিল। ভোরের দিকে তাঁরা বাড়ি ফিরে যাওয়ার পরই দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করে ব্যবসায়ীদের একাংশ।






















