North 24 Parganas News: বেসরকারি ব্যাঙ্কের লুঠ করা এটিএম উদ্ধার করল পুলিশ
ATM Loot: এটিএম ভাঙার পর লুঠ করতে এটিএমই নিয়ে যায় দুষ্কৃতীরা।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: লুঠ করতে এসে পুরো এটিএমই (ATM) তুলে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। এদিন সকালে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাগদা (Bagda) থানার বেয়াড়া বাজারের বাসিন্দারা একটি এটিএম রাখার ঘর ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর ঘটনাস্থলের ৪ থেকে ৫ কিলোমিটার পর লুঠ করা এটিএমটি উদ্ধার করল পুলিশ।
এটিএম মেশিন লুঠ দুষ্কৃতীদের-
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে উত্তর ২৪ পরগনার বাগদা থানার বেয়াড়া বাজারের বাসিন্দারা একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম রাখার জায়গা ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকতে দেখেন। কিন্তু সেখানে ছিল না এটিএমটি। দুষ্কৃতীরা এটিএমই সেখান থেকে লুঠ করে নিয়ে গিয়েছিল। স্থানীয় বাসিন্দারাই খবর দেয় পুলিশে। পরবর্তীতে বেয়াড়া বাজার থেকে ৪ থেকে ৫ কিলোমিটার দূরে বনগাঁ থানার অন্তর্গত দুর্গাপুর মোড় থেকে লুঠ করা এটিএম উদ্ধার করে পুলিশ। জানা যায়, বেসরকারি ওই এটিএমে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। বাগদা থানার পক্ষ থেকে সিভিক ভলান্টিয়ার বাজারে রাত পাহারায় ছিল। ভোরের দিকে তাঁরা বাড়ি ফিরে যাওয়ার পরই দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের একাংশের।
আরও পড়ুন - Dilip Ghosh: 'বাংলার মায়েদের অপমান', মমতাকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দিলীপের বিরুদ্ধে এফআইআর দেগঙ্গায়
ব্যবসায়ীদের দাবি, ভোরের দিকে তাঁরা জানতে পারেন যে এটিএম লুঠ করেছে দুষ্কৃতীরা। বাগদা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে বাগদা থানার পুলিশ। এই ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে বেয়াড়া বাজারে। ব্যবসায়ীরা অভিযোগ জানাচ্ছেন যে, এমন ঘটনা ওই ঘটনায় আগে কখনও ঘটেনি। লুঠ করতে গোটা এটিএম তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনার ছড়িয়েছে চাঞ্চল্য। আর এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন অন্যান্য ব্যবসায়ীরা। এমনটাই জানাচ্ছেন বেয়াড়া বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরেশ গায়েন।