Bidisha Death: চাইছিলেন আরও বেশি কাজ, বিদিশার অস্বাভাবিক মৃত্যুতে পুলিশের হাতে নতুন তথ্য
Bidisha Death Update: পেশাগত অনিশ্চয়তা, ডিপ্রেশন, নাকি অন্য কোনও টানাপোড়েন, কী কারণে মৃত্যু হল বিদিশা দে মজুমদারের? রহস্যের জট খুলতে বিদিশার কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ।
আবির দত্ত, কলকাতা: নাগেরবাজারে মডেল ও অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের হাতে এল নতুন তথ্য। আরও বেশি কাজ করতে চাইছিলেন বিদিশা। কিন্তু চলতি মাসের গোড়ায় অভিনয়ের প্রশিক্ষণ কেন্দ্রে অনিয়মিত হয়ে পড়েন তিনি। আর কী কী তথ্য মিলল?
ডিপ্রেশনে ভুগছিলেন বিদিশা?
আরও বেশি কাজ চেয়েছিলেন মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদার। কাছের বন্ধু-বান্ধবদের ডিপ্রেশনে ভুগছেন বলে নিজেই জানিয়েছিলেন মডেল-অভিনেত্রী। এমনই দাবি ঘনিষ্ঠদের। পেশাগত অনিশ্চয়তা, ডিপ্রেশন, নাকি অন্য কোনও টানাপোড়েন, কী কারণে মৃত্যু হল বিদিশা দে মজুমদারের? উঠছে একের পর এক প্রশ্ন। রহস্যের জট খুলতে বিদিশার কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ। বিদিশার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তিন বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খাটের তলা থেকে মিলেছে দুটি মোবাইল ফোন। সেই দুটি বাজেয়াপ্ত করা হয়েছে।
View this post on Instagram
ফের আরও এক মডেল-অভিনেত্রীর মৃত্যু
গত ১৫ মে পল্লবী দে-র (Pallabi Dey) পরে এবার আরেক অভিনেত্রীর রহস্যমৃত্যু। দমদমের নাগেরবাজারের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় বিদিশা দে মজুমদারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের সঙ্গে পাওয়া গিয়েছে সুইসাইড নোটও, এমনটাই জানাচ্ছে পুলিশ। আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে অন্য কারণ রয়েছে তা তদন্তে নাগেরবাজার থানার পুলিশ।
অভিনেত্রী পল্লবী দের অস্বাভাবিক মৃত্যুর পর যিনি ফেসবুকে লিখেছিলেন, 'মানে কী এসব, মেনে নিতে পারলাম না।' যিনি পল্লবীর অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারেননি, বুধবার অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁরই।