ED Raid : কেষ্টপুর বাসিন্দার ফ্ল্য়াটে ২ কোটি ! বিহার থেকে কলকাতায় এসে খুঁজে বের করল ED
ED Team Raid In Kolkata : ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়। তারই তদন্তে উঠে আসে কলকাতার নাম!
![ED Raid : কেষ্টপুর বাসিন্দার ফ্ল্য়াটে ২ কোটি ! বিহার থেকে কলকাতায় এসে খুঁজে বের করল ED Bihar Patna ED Team Raid In Kolkata Kestopur, Recovers Around 2 crores in Call Centre Fraud case ED Raid : কেষ্টপুর বাসিন্দার ফ্ল্য়াটে ২ কোটি ! বিহার থেকে কলকাতায় এসে খুঁজে বের করল ED](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/c885fb63d9fe9583682c65023cbf3136170382001115253_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্রকাশ সিনহা, রঞ্জিত সাউ, কলকাতা : কলকাতায় ফের কাড়ি কাড়ি টাকার হদিশ মিলল। ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা সংক্রান্ত অভিযোগে কেষ্টপুরের বাসিন্দা এক ব্য়ক্তির ফ্ল্য়াটে তল্লাশি চালায় ED. উদ্ধার হয় প্রায় ২ কোটি টাকা।
মধ্য়রাতে তল্লাশি চালিয়ে, কেষ্টপুর থেকে প্রায় ২ কোটি টাকার হদিশ পেল ED। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, বিহারের পাটনায় সাইবার জালিয়াতি সংক্রান্ত একটি FIR দায়ের হয়। অভিযোগ, ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়। তারই তদন্তে উঠে আসে কলকাতার নাম!
কলকাতায় আসেন ED-র পাটনা ইউনিটের অফিসাররা। বুধবার রাতে, কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে রবিন্স যাদব নামে এক ব্য়ক্তির ফ্ল্য়াটে হানা দেন আধিকারিকরা। ED সূত্রে দাবি করা হচ্ছে, বিহারের বাসিন্দা রবিন্স যাদব প্রতরণার অভিযোগে জড়িত। রাতভর তাঁর ফ্ল্য়াটে তল্লাশিতে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা। মধ্য়রাতে আনা হয় ২ টি টাকা গোণার যন্ত্র।
কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি করা হচ্ছে, সব মিলিয়ে উদ্ধার টাকার অঙ্কটা ১ কোটি ৮৫ লক্ষ! যদিও ধরা যায়নি অভিযুক্ত রবিন্স যাদবকে। ED সূত্রে দাবি, তাদের অফিসাররা ঢোকার খানিক আগেই চম্পট দেন অভিযুক্ত। সম্প্রতি রাজ্য়ের একাধিক মন্ত্রী-তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কাড়ি কাড়ি টাকা। কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে রাজ্য়ের একাধিক ব্য়বসায়ীর বাড়ি থেকে। এরইমধ্য়ে খাস কলকাতায় টাকা উদ্ধারের ঘটনা। কেষ্টপুরের পাশাপাশি, রবিন্সের সেক্টর ফাইভের ফ্ল্যাটেও তল্লাশি চালায় ED।
আরও পড়ুন : নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে রাম মন্দিরে, 'আমন্ত্রণ' হিসাবে অযোধ্যা থেকে কী এল জয়গাঁওয়ে ?
অন্যদিকে আবার শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলাতেও বর্ষশেষে কলকাতার ১০ টি ঠিকানায় লাগাতার তল্লাশি অভিযান চালায় ইডি। ইডির নজরে নারকেলডাঙার চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রভুদয়াল রান্ডার। তাঁর ফ্ল্যাট ও অফিসে একযোগে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে, প্রায় প্রতিদিনই একের পর এক চাঞ্চল্যকর দাবি করছে ইডি। এর আগেও একাধিক জায়গায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এদিনের তল্লাশির পর, আরও বিস্ফোরক কোনও তথ্য কি উঠে আসবে ইডির হাতে? নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছনো কি সম্ভব হবে? বলবে সময়ই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)