Durga Puja Donation: আরজি কর কাণ্ডের প্রতিবাদে পুজো-অনুদানে না বোলপুরের ক্লাবের
RG Kar Incident: চাঁদা নিতে গেলে মহিলারা পুজো-অনুদানে আপত্তি জানাচ্ছেন বলে দাবি পুজো উদ্যোক্তাদের।
ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এই প্রথম রাজ্য সরকারের দেওয়া পুজো-অনুদান না নেওয়ার কথা ঘোষণা করল বীরভূমের ক্লাব। শান্তিনিকেতনের গুরুপল্লি দক্ষিণ-পশ্চিম সর্বজনীন শারদোৎসব কমিটির পুজোর এবার ৩০ তম বর্ষ। জাঁকজমক করার কথা ভেবেছিলেন পুজো উদ্যোক্তারা। কিন্তু আরজি কর-কাণ্ডের আবহে প্রতিবাদে শামিল হয়ে এবার রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। চাঁদা নিতে গেলে মহিলারা পুজো-অনুদানে আপত্তি জানাচ্ছেন। তাঁদের সম্মান জানাতেই ক্লাবের এই সিদ্ধান্ত। গতকাল বোলপুরে ক্লাব ও পুজো কমিটিগুলির হাতে সরকারি অনুদানের চেক তুলে দেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। নেপথ্যে রাজনীতি রয়েছে বলে কটাক্ষ করেছেন মন্ত্রী।
শান্তিনিকেতনের গুরুপল্লি (দক্ষিণ-পশ্চিম) সর্বজনীন শারদোৎসব কমিটি। এ বার তাদের ৩০ তম বর্ষ। ওই পুজো কমিটির সভাপতি প্রণব চট্টপাধ্যায় জানান, আরজিকরের ঘটনা মানুষের মধ্যে প্রভাব ফেলেছে। বিশেষ করে মহিলাদের নিরাপত্তা নিয়ে সবাই উদ্বিগ্ন হয়ে রয়েছেন। তিনি বলেন, 'যখন চাঁদা আদায় করতে যাচ্ছি তখন অনেকে বলছেন, সরকারি টাকাটা যদি নেন তা হলে আমাদের চাঁদা দেওয়াতে আপত্তি আছে এবং পুজোতে যোগদান করতে পারবো না। এবার সরকারি সাহায্যটা নিচ্ছি না।'
বৈদ্যনাথ বীরবংশী জানান, এই সিদ্ধান্ত নেওয়ার কারণ মহিলারা এর প্রতিবাদ করছে। তিনি বলেন, 'এখানে মোমবাতি মিছিল হয়েছিল। তাদের প্রতিবাদের পাশে থাকার জন্য এই প্রতিবাদ জানিয়েছি। এবার পুজোর বাজেটে কাঁটছাট করা হয়েছে। তাই অনুদান নেওয়া হচ্ছে না।'
পুজো কমিটির সদস্য মহসীন হোসেন বলেন, 'উমা প্রতি বছর বাড়িতে আসেন। এবার আমাদের উমা বিপন্ন। আমাদের উমাদের নিরাপত্তার অভাব সারা রাজ্য জুড়ে দেখছি। তাঁদের নিরাপত্তা এবং সাধারণ নারীদের ন্যায় বিচারের দাবিতে এই প্রতিবাদ।'
এদিকে রবিবার বোলপুর পুরসভার উৎসর্গ মঞ্চে পুজোর অনুদানের চেক পুজো কমিটিগুলির হাতে তুলে দেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাঁর দাবি, 'পুজো যাঁরা করেন, আনন্দে মাতেন তাঁরা সবাই অনুদান নিতে এসেছেন। কেউ পার্টি করে তাঁদের বিবেকে লাগছে। বোলপুর থানার মধ্যে একটা ক্লাব এটা নেয়নি। অন্য ক্লাব চেয়ে ছিল তাদের দেওয়া হবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar News: সংবাদমাধ্যমকে দেখে দৌড়, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে বেরোলেন অভীক দে