Anubrata Mondal: উডবার্ন ব্লকে রুটিন চেকআপ, পৌনে ৩ ঘণ্টার পর এসএসকেএম থেকে বেরোলেন অনুব্রত
গরু পাচার মামলায় অনুব্রতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ‘২ দফায় ৩৬টি প্রশ্ন বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে’ সূত্রের খবর বয়ান খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
কলকাতা: ৪ ঘণ্টা সিবিআই-জিজ্ঞাসাবাদের এসএসকেএমে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। পৌনে ৩ ঘণ্টার পর এসএসকেএম হাসপাতাল থেকে বেরোলেন অনুব্রত। এদিন এসএসকেএমের উডবার্ন ব্লকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির রুটিন শারীরিক পরীক্ষা চলে।
দুপুর ২.১৫ নাগাদ নিজাম প্যালেস থেকে এসএসকেমে যান অনুব্রত। তার আগে নিজাম প্যালেসে অনুব্রতকে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলেছে তাঁর। গরু পাচার মামলায় অনুব্রতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ‘২ দফায় ৩৬টি প্রশ্ন বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে’ সূত্রের খবর বয়ান খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সিবিআই দফতরে হাজিরা দিলেন অনুব্রত: গরু পাচার মামলায় সিবিআই দফতরে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। সকাল ৯টা ১০-এ দুটি গাড়ির কনভয় নিয়ে চিনার পার্কের বাড়ি থেকে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। ৯টা ৫০ পৌঁছন নিজাম প্যালেসে। সূত্রের খবর, ২০ মিনিট গেস্ট রুমে বসানোর পর, ১৫ তলা থেকে অনুব্রতকে নিয়ে যাওয়া হয় ১৬ তলায়। সকাল ১০টা ১০ থেকে তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।
সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য রয়েছে ৭ পাতায় ৩৬টি প্রশ্ন। তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করছেন গরুপাচার মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য। জিজ্ঞাসাবাদ-পর্ব তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব ও এসপি রাজীব মিশ্র। প্রথম দফায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ১৫ তলায় এনে ফের দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে।
সিবিআইয়ের দাবি, গরুপাচার মামলায় এনামুল হককে গ্রেফতারের পর জেরায় উঠে আসে অনুব্রত মণ্ডলের নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গতবছর এপ্রিলে প্রথমবার অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠানোর পর, গত ১৩ মাসে তদন্তে আরও অনেক তথ্য উঠে এসেছে। এরপর চলতি বছরের ১৪ ও ২৫ ফেব্রুয়ারি, ১৫ মার্চ, ৬ ও ২৪ এপ্রিল, মোট ৬ বার নোটিস পাঠানো হয়। শারীরিক অসুস্থতা-সহ বিভিন্ন কারণে হাজিরা এড়িয়ে যান অনুব্রত। গতকাল আইনজীবীর মাধ্যমে ইমেল পাঠিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তৃণমূল নেতা।
গরুপাচারকাণ্ডে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ২০২০-র নভেম্বরে গ্রেফতার হন বিএসএফ কমাড্যান্ট সতীশ কুমার। তাঁকে জেরা করে গ্রেফতার করা হয় ব্যবসায়ী এনামুল হককে। এ বছরের এপ্রিল মাসে বিকাশ মিশ্রকে গরুপাচার মামলায় নিজেদের হেফাজতে নেয় সিবিআই। এর মধ্যে সতীশ কুমার ও এনামুল হক বর্তমানে গরুপাচার মামলায় ইডি-র হেফাজতে রয়েছেন।
অনুব্রত মণ্ডলকে ফের সিবিআই তলব: গরুপাচারকাণ্ডে ফের অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সম্পত্তির নথি নিয়ে হাজিরার নির্দেশ। আগামী সপ্তাহে ফের অনুব্রতকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গতকাল নিজেই সিবিআই দফতরে হাজিরার আবেদন করেন অনুব্রত মণ্ডল। সময়ের আগেই সকালে নিজাম প্যালেসে হাজির হন অনুব্রত।