(Source: ECI/ABP News/ABP Majha)
Dilip Ghosh: ‘উনি নেই বলে যা ইচ্ছা করছ! বেরোলে তোমাদের হবে’, বোলপুরে দিলীপের মুখে ‘কেষ্টনাম’
Bolpur News: বিজেপি-র কর্মসূচিতে যোগ দিতে বুধবার থেকে বীরভূমে রয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ।
ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal), তৃণমূলের (TMC) দোর্দণ্ডপ্রতাপ নেতা। তার জেরে বীরভূম (Birbhum News) এখন কার্যতই ফাঁকা মাঠ। সেই সুযোগে গোল দিতে নেমে পড়েছে বিজেপি (BJP)। কিন্তু সেখানে গিয়ে ঘুরেফিরে অনুব্রতর নামই উঠে এল বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখে। ‘কেষ্টদা’ ফিরে আসতে পারে বলে বীরভূমবাসীকে স্মরণ করালেন তিনি।
দলীয় কর্মসূচিতে যোগ দিতে বীরভূমে দিলীপ
বিজেপি-র কর্মসূচিতে যোগ দিতে বুধবার থেকে বীরভূমে রয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ। বৃহস্পতিবার সকালে সেখানে হাঁটতে বেরোন তিনি। পৌঁছে যান বোলপুরের শ্রীনিকেতন কিষাণ মান্ডিতে। সেখানেই অনুব্রতর নাম উঠে তাঁর মুখে।
এ দিন বাজারে মাছের দরদাম করছিলেন তিনি। জানতে পারেন, বাটা বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। ১৬০ টাকা দরে বিকোচ্ছে পোনা। তাতে মাছ বিক্রেতাদের উদ্দেশে দিলীপ বলেন, ‘‘বাটা ১৫০, কাতলা, পোনামাছ সব ১৬০? নীচে নামছ না আর? কেষ্টদা নেই বলে যা ইচ্ছা করছ? বেরোক একবার, তোমাদের হবে।’’