Anubrata Mondal: অনুব্রত ফিরতেই সরল কোর কমিটির নেতাদের ছবি ! বীরভূম তৃণমূলে পট পরিবর্তন ?
TMC News: বোলপুরে তৃণমূলের জেলা কার্যালয় সেজেছে অনুব্রত মণ্ডলের কাটআউটে।
বোলপুর : অনুব্রত মণ্ডল ফিরতেই বীরভূম তৃণমূলে পট পরিবর্তন ? এবার তৃণমূলের জেলা কার্যালয় থেকে সরল কোর কমিটির নেতাদের ছবি দেওয়া হোর্ডিং ।হোর্ডিংয়ে ছিল তৃণমূল নেত্রীর তৈরি করা কোর কমিটির ৫ সদস্য । যে কোর কমিটি অনুব্রতর জেলযাত্রার পর তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে হোর্ডিং সরানো হয়েছে সেখানে ছিল আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিন্হা, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ ও সুদীপ্ত ঘোষের ছবি। সেই হোর্ডিং এবার সরানো হল বীরভূম তৃণমূলের জেলা কার্যালয় থেকে। বোলপুরে তৃণমূলের জেলা কার্যালয় সেজেছে অনুব্রত মণ্ডলের কাটআউটে। গতকাল চন্দ্রনাথ সিন্হা, বিকাশ রায়চৌধুরীদের সঙ্গে দেখাও করেননি অনুব্রত। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, দৌর্দণ্ডপ্রতাপ নেতা ফিরতেই কি বীরভূমে জোড়াফুলের জমিতে নতুন সমীকরণ ?
দীর্ঘ ১৮ মাস তিহাড় জেলে কাটানোর পর, মঙ্গলবার বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। আর তাৎপর্যপূর্ণভাবে এদিনই, তাঁর বাড়ি থেকে মেরেকেটে ১ কিলোমিটার দূরে, বোলপুরেরই গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্য়মন্ত্রী। মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অনুব্রত মণ্ডল, দু'জনই যখন একসাথে বোলপুরে, তখন এতদিন বাদে তাঁদের সাক্ষাতের সম্ভাবনাও জোরাল হয়েছিল। কিন্তু শেষমেষ, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে সাক্ষাৎ হল না অনুব্রত মণ্ডলের। এমনকী মুখ্য়মন্ত্রীর মুখে শোনাও গেল না অনুব্রতর নাম!তবে কাহানি মে ট্য়ুইস্ট আরও বাকি ছিল।
মঙ্গলবার দিল্লি থেকে অনুব্রত মণ্ডল তাঁর বাড়িতে ফিরতেই, দেখা করতে যান একদা তাঁর ছায়াসঙ্গী বলে পরিচিত কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। কিন্তু, আশ্চর্যজনকভাবে বীরভূমের এই দুই হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢোকার ছাড়পত্র পেলেন না।কষ্ট করেও মিলল না কেষ্ট। ফিরে যেতে হল দুজনকেই!
মঙ্গলবার সকালে বাড়ি ফেরার পর, অনুব্রতর সঙ্গে একে একে দেখা করতে আসেন, বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ, তৃণমূলের বীরভূম জেলার সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিংহ। প্রায় ১০-১৫ মিনিট নীচের ঘরে বসেই গল্প করতে দেখা যায় তাঁদের। এরইমধ্য়ে বাড়ির দোরগোড়ায় এসে উপস্থিত হন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। কিন্তু তাঁদের ভিতরে ঢুকতে বাধা দেয় পুলিশ। ভিতর থেকে অনুব্রত মণ্ডল তাঁদের উদ্দেশে হাত নেড়ে কিছু একটা ইশারা করেন। এরপরই দেখা যায়, দোরগোড়া থেকে ফিরে যাচ্ছেন তৃণমূলের মন্ত্রী, বিধায়ক। তৃণমূল সূত্রে খবর, জেলে থাকাকালীন, যাঁরা যোগাযোগ রেখেছিলেন, তাঁদেরই এদিন প্রাধান্য় দেন অনুব্রত মণ্ডল।
এদিন বিকেলে, অনুব্রত মণ্ডলের বাড়ি গিয়েও, তাঁর সাক্ষাৎ পাননি, বোলপুরের সাংসদ অসিত মাল, ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায়, মুরারইয়ের বিধায়ক মোশারফ হোসেন ও রামপুরহাট পুরসভার চেয়ারম্য়ান সৌমেন ভকত। ১৫ মিনিট অপেক্ষার পর, ফিরতে হয় তাঁদের।