Birbhum News: বাঙালির সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রীর মিছিল, এদিকে বাংলাতেই আটক উত্তরপ্রদেশের পুণ্যার্থীদের বাস
Birbhum News Update: বৈধ কাগজ না থাকার অভিযোগে গোরক্ষপুর থেকে তারাপীঠ আসার পথে মল্লারপুরে ১৪ নম্বর জাতীয় সড়কে উত্তরপ্রদেশের বাস আটকায় পরিবহণ দফতর।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : ভিন রাজ্যে বাঙালি হেনস্থার মধ্যেই বীরভূমে আটক হলেন উত্তরপ্রদেশের পুণ্যার্থীরা। বৈধ কাগজ না থাকার অভিযোগে গোরক্ষপুর থেকে তারাপীঠ আসার পথে মল্লারপুরে ১৪ নম্বর জাতীয় সড়কে উত্তরপ্রদেশের বাস আটকায় পরিবহণ দফতর। প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বিজেপি নেতা, কর্মীরা। এরপর রাত ১০টা নাগাদ পুণ্যার্থীদের নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। বিক্ষোভ হঠাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। শেষপর্যন্ত বাস চালককে দিয়ে উত্তরপ্রদেশে ফিরে অনলাইনে ২ লক্ষ টাকা জরিমানা দেওয়ার মুচলেকা লিখিয়ে বাস ছাড়ে মল্লারপুর থানার পুলিশ। এই ঘটনার জেরে গতকাল দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত ১০ ঘণ্টা মল্লারপুরে অন্ধকার কিষাণ মান্ডির ভিতরে বাসেই আটকে ছিলেন উত্তরপ্রদেশের ৭০ জন পুণ্যার্থী।
বাংলা ভাষা বললেই, বলা হচ্ছে বাংলাদেশী। বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলছে এই ট্রেন্ড। এমনই গুরুতর অভিযোগ নিয়ে, গতকালই বাংলার মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিলেন। কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলেন হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্বরা। আর তারপরেই বাংলার মাটিতে এভাবে উত্তরপ্রদেশের বাস আটকানোর সরাসরি শাসক দলের দিকেই আঙুল তুলেছে বিরোধী দল। বীরভূমে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেছেন, 'উত্তরপ্রদেশের বলেই এভাবে আটকানো হয়েছে। শিবভক্তদের এভাবে হেনস্থা করে এক বিশেষ শ্রেণির মানুষকে খুশি করতে চাইছে বাংলার শাসক দল।' এই ঘটনার কড়া ভাষায় তীব্র নিন্দা করেছেন তিনি।
অন্যদিকে, বীরভূমের তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলছেন, 'অনেকেরই বৈধ কাগজ থাকে না। এরা পারমিট নেওয়ার তোয়াক্কা করে না। পারমিট নেয় না। পারমিট ছাড়াই রাজ্যে ঢোকে। পুলিশ মাঝে মাঝে নাকা চেকিং করে। সেখানে ধরা পড়ে। তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, ফাইন করা হয়। বিজেপি এটা নিয়ে নোংরা রাজনীতি করতে চাইছে।'
অন্যদিকে, তৃণমূলনেত্রীর হুঙ্কারের পরেই বিজেপি সাংসদকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুঁশিয়ারি। বিজেপি সাংসদকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতির। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা, পাল্টা মারের বদলা মারের হুঁশিয়ারি। 'ভিনরাজ্যে বাঙালিরা মার খেলে মারের বদলা মার হবে। বাঙালিদের ওপর অত্যাচার বন্ধ না হলে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেব', নাম না করে মালদা উত্তরের বিজেপি সাংসদকে হুঁশিয়ারি আব্দুর রহিম বক্সীর। 'বাঙালিদের ওপর অত্যাচার বন্ধ না হলে, আপনি কী করে গ্রামে ঢোকেন, দেখে নেব। আপনাকে বয়কট করে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেব', বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হুঁশিয়ারি মালদার তৃণমূল জেলা সভাপতির। উনি বলছেন গ্রামে ঢুকতে দেবেন না, গ্রাম কি ওঁর সম্পত্তি? প্রশ্ন খগেন মুর্মুর।






















