Birbhum News: কোপাই নদীর বুক কংক্রিটের পিলার, বেআইনি নির্মাণের অভিযোগে শুরু প্রতিবাদ
Illegal Construction: শান্তিনিকেতনের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িয়ে থাকা নদীর বুক চিরেই হচ্ছে বেআইনি নির্মাণ। কোপাই নদীর বুকে রাতারাতি মাথা তুলে দাঁড়িয়েছে কংক্রিটের পিলার
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: কোপাই নদীর বুকে রাতারাতি তোলা হয়েছে কংক্রিটের পিলার। নদীতীরের একটা অংশ পাঁচিল দিয়ে ঘিরে শুরু হয়েছে বেআইনি নির্মাণ (Illegal Construction)। প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছেন আশ্রমিকদের পাশাপাশি স্থানীয়দের একাংশ। তৃণমূলের একাংশের মদতেই চলছে কোপাই বেদখলের কাজ, নিশানা করেছে বিজেপি। উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
বেআইনি নির্মাণের অভিযোগে সরব: শান্তিনিকেতনের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িয়ে থাকা নদীর বুক চিরেই হচ্ছে বেআইনি নির্মাণ। কোপাই নদীর বুকে রাতারাতি মাথা তুলে দাঁড়িয়েছে কংক্রিটের পিলার। ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের জনপ্রিয় এই নদীর তীরের একটা বড় অংশ ঘিরে তুলে দেওয়া হয়েছে ইটের বড়সড় পাঁচিল।আর তার বিরুদ্ধেই প্রতিবাদে গর্জে উঠেছেন স্থানীয় বাসিন্দা থেকে বিশ্বভারতীর আশ্রমিকদের একাংশ। তাঁদের প্রিয় কোপাইকে বাঁচাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে নদীর পাশেই অবস্থান বিক্ষোভে বসেছেন আন্দোলনকারীরা।
কোপাই নদী বাঁচাও কমিটির সদস্য ও বিশ্বভারতীর অধ্যাপক কিশোর ভট্টাচার্য বলেন, “কবিগুরুর ভালবাসার নদী কোপাইকে রক্ষার জন্য অবস্থানে বসেছি। কার মদতে এটা হচ্ছে জানি না। আমরা শতাধিক মানুষ এর প্রতিবাদে সই করেছি। এটা সকল স্তরে জানাব। চাইব রাজ্য সরকার এগিয়ে আসুক।’’ সরকারি নিয়ম অনুযায়ী, মিষ্টি জলের নদীর তীর চারণভূমি। নদী তীরের ৫০০ মিটার পর্যন্ত কোনও নির্মাণ করা যায় না৷ পরিবেশপ্রেমীদের আশঙ্কা, এখনই ব্যবস্থা না নেওয়া গেলে কোপাই মুছে যেতে পারে মানচিত্র থেকে। ভূতত্ত্ববিদ মলয় মুখোপাধ্যায় বলেন, “যেভাবে কোপাই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তার প্রতিবাদ করছি। যেভাবে বাণিজ্যের থাবা এগিয়ে এসেছে, এটা আশঙ্কার। হয়ত এই প্রতিবাদের পরে সক্রিয় হবে সরকার।’’
কোপাইয়ের তীরে বেআইনি নির্মাণের কাজ বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অবস্থানকারীরা। এদিকে তৃণমূলের একাংশের মদতেই কোপাই বেদখল হচ্ছে বলে অভিযোগ বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। তাঁর অভিযোগ, ‘সব জেনে চোখ বন্ধ রেখেছে প্রশাসন।’ এবিষয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “অন্যায় কাজ হলে পদক্ষেপ নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এখানকার বিধায়করা নিশ্চয়ই পদক্ষেপ নেবে।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kolkata Metro:যাত্রীদের সুবিধার্থে বিশেষ বন্দোবস্ত, বইমেলার জন্য চলবে অতিরিক্ত মেট্রো