মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা আর অসুর অনুব্রত ! মিম ঘিরে তোলপাড় সিউড়িতে, গ্রফতার ১
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)দুর্গা (Durga), আর অসুরের জায়গায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ! মিম নিয়ে তোলপাড়
গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম : সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)দুর্গা (Durga), আর অসুরের জায়গায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) !! এমন মিম তৈরি করে গ্রেফতার সিউড়ির এক যুবক।ধৃতের নাম নাম বর্ণ মন্ডল।
পুলিশ সূত্রের খবর, যুবকের বাড়ি সিউড়ি থানার অন্তর্গত দমদমা গ্রাম পঞ্চায়েতের পতণ্ডা গ্রামে। জানা গেছে, গতকাল অর্থাৎ বুধবার ওই যুবক সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করেন। এরপর এই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম সিউড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে ওই যুবককে সিউড়ি পুলিশ গ্রেফতার করে। ওই যুবক কোনও রাজনৈতিক দল অথবা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।
আরও পড়ুন :
মা দুর্গার মুখাবয়বে 'মা-মাটি-মানুষ'-এর নেত্রীর আদল, হাতে রাজ্যের নানা প্রকল্পের প্রতীক, চমক বাগুইআটির ক্লাবের
সিউড়ি দু'নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলাম দাবি, সোশ্যাল মিডিয়ায় ওই আপত্তিকর ছবি দেখে তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।
গত বছরও অনুব্রত মণ্ডলের একটি বক্তৃতা এডিট করে ভিডিও তৈরি করে ভাইরাল করে দেয় এক যুবক। সেই ঘটনায় গ্রেফতার হয় একাধিক যুবক। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার ‘হুমকি’ দেওয়া হয়. বলে অভিযোগ ওঠে । ফালাকাটা, রায়গঞ্জ ও পাঁশকুড়া থেকে এক নাবালক সহ ৩ জনকে গ্রেফতার করা হয় সেই ঘটনায়। সেটি ২০২০ সালের শুরুর দিকের ঘটনা। পাঁশকুড়ার এক নাবালক ইউটিউবার অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ভাষণ ‘এডিট’ করে একটি ভিডিও তৈরি করে। ওই ভিডিও-তেই অনুব্রত মণ্ডলের মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার ‘হুমকি’ দেওয়া হয়। শুধু বিয়েই নয়, বিয়ে করে নাতি, নাতনি নিয়ে বাড়ি ফেরার কথাও বলে ওই ইউটিউবার। যা হু হু করে শেয়ার হতে থাকে।
এবার আবার মিম অনুব্রতকে নিয়ে। সঙ্গে মুখ্যমন্ত্রীও। ঘটনার জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার।