Anubrata Mondal: দলের কোর কমিটির বৈঠকে গরহাজির অনুব্রত, চলে গেলেন অন্য বৈঠকে যোগ দিতে; নেপথ্যে কাজল শেখের সঙ্গে দ্বন্দ্ব ?
TMC News: কাজল শেখের সঙ্গে দ্বন্দ্ব এড়াতেই কি তিনি এই বৈঠক এড়ালেন ? উঠছে প্রশ্ন।

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর : বোলপুরে দলের কোর কমিটির বৈঠকে গরহাজির অনুব্রত মণ্ডল। বোলপুরের বৈঠকের পরিবর্তে তিনি মহম্মদবাজারে একটি বৈঠকে যোগ দিতে চলে যান। যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। কাজল শেখের সঙ্গে দ্বন্দ্ব এড়াতেই কি তিনি এই বৈঠক এড়ালেন ? উঠছে প্রশ্ন।
প্রেক্ষাপট...
কোর কমিটির চেয়ারপার্সন অনুব্রত মণ্ডল। অথচ আজকের কোর কমিটির বৈঠকে তিনিই উপস্থিত থাকলেন না। বাড়ির কাছ থেকে তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন তাঁকে এনিয়ে জিজ্ঞাসা করা হয়। তিনি জানান, মহম্মদবাজারে একটি বৈঠক আছে। সেখানে তিনি যোগ দেবেন। কারণ, দেউচা-পাঁচামির দায়িত্ব দলনেত্রী অনুব্রত মণ্ডলকে দিয়েছেন। তারজন্য তিনি পরপর বৈঠক করছেন। তিনি জানিয়েছেন, সেই বৈঠকে চলে যাচ্ছেন। কিন্তু আজকের কোর কমিটির বৈঠকে তিনি থাকবেন কি না জানতে চাওয়া হলে তিনি জানান, থাকবেন না। এনিয়ে বিতর্ক শুরু হয়েছে। কারণ, তিনি চেয়ারপার্সন। হয়ত বৈঠক ডেকেছেন বিকাশ রায়চৌধুরী। কিন্তু, যেহেতু তিনি চেয়ারপার্সন, তাঁর এখানে থাকার কথা। আজ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কারণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভার্চুয়াল বৈঠক করেছিলেন, সেখানে তিনি দলের নেতাদের বেশকিছু নির্দেশ দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ভুয়ো ভোটার ধরার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে। এনিয়ে সিদ্ধান্ত নেওয়ারই উদ্দেশ্য ছিল কোর কমিটির। কিন্তু, গুরুত্বপূর্ণ এই কোর কমিটির বৈঠকেই আজ অনুব্রত মণ্ডল উপস্থিত থাকলেন না। অনুব্রতর পাশাপাশি আর এক সদস্য সুদীপ্ত ঘোষও নেই বৈঠকে। বাকি সদস্যরা- কাজল শেখ, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী ও আশিস বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ সিংহ কোর কমিটির বৈঠকে যোগ দিয়েছেন।
কিন্তু, প্রশ্ন উঠছে, অনুব্রত মণ্ডল কেন যোগ দিলেন না ? তাহলে সম্প্রতি যে বিতর্ক তৈরি হয়েছে তারই জের এটা ? কাজল শেখ বারবার দাবি করছিলেন, কোর কমিটির বৈঠক ডাকা হচ্ছে না কেন ? তিনদিন আগেও তিনি সরাসরি অভিযোগ করেছিলেন, কোর কমিটির বৈঠক দলনেত্রী ডাকতে বলেছিলেন। কিন্তু, তারপরেও ডাকা হচ্ছে না। কেন ডাকা হচ্ছে না তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। তারপরই হঠাৎ করে ঘোষণা করা হয়, ২২ তারিখে কোর কমিটির বৈঠক। আজ দুপুর ৩টের সেই বৈঠকে সবার উপস্থিত থাকার কথা বলা হয়েছিল। কিন্তু, দেখা গেল, ৩টে বাজতে ১০ মিনিট আগে অনুব্রত মণ্ডল বেরিয়ে গেলেন। তিনি জানিয়ে দিলেন, মহম্মদবাজারে থাকবেন। অনুব্রতর কথায়, 'পাঁচামি যাব। মিটিং ডাকা আছে। আমি মহম্মদবাজার যাব। মিটিং আছে। '
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
