Anubrata Mondal: 'আমিই ছিলাম, আমিই আছি', ফের এই সরকারি পদে প্রত্যাবর্তন অনুব্রতর
TMC News: দিনকয়েক আগেই নানুর মিলন মেলায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখকে পরিয়ে দেওয়া হল ৫ কেজি ওজনের রুপোর মুকুট।
ভাস্কর মুখোপাধ্যায়, সিউড়ি : রাজ্য সরকারের স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি (SRDA)-র চেয়ারম্যান পদে ফেরানো হল অনুব্রত মণ্ডলকে। অনুব্রত দু'বছর জেলবন্দি থাকলেও, এর মধ্যে এসআরডিএ-র চেয়ারম্যান পদে আর কাউকে বসানো হয়নি। জেলায় ফিরে সরকারি অনুষ্ঠানে কোন পদাধিকার বলে তিনি অংশগ্রহণ করবে সেটা নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল। রাজ্য সরকার এই পদে অনুব্রতকে ফেরাতেই যাবতীয় বিতর্কের অবসান হল। এ প্রসঙ্গে অনুব্রত অবশ্য বলেন, ‘আমার অনুপস্থিতিতে ওই পদে নতুন করে কেউ বসেছিল বলে আমার জানা নেই। আমিই ছিলাম, আমিই আছি।'
গরু পাচার মামলায় ২০২২ সালের ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এরপর আর্থিক তছরুপ বিরোধী আইনে ইডির দায়ের করা মামলায় ২০২২-এর ১৭ নভেম্বর থেকে জেলবন্দি ছিলেন 'বীরভূমের বাঘ '। জেলে থাকাকালীনও বারবার তৃণমূল নেত্রীর মুখে অনুব্রতর প্রশংসাই শোনা গিয়েছে। গত বছরের শুরুর দিকে একবার বীরভূমে গিয়ে জেলবন্দি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ান তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বলেন, 'কেষ্টকে এতদিন জেলে পুরে রেখেছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি'। গরুপাচার মামলায় জামিন পেয়ে, ২৪ সেপ্টেম্বর বীরভূমে ফেরেন অনুব্রত মণ্ডল। এরপর ধীরে ধীরে পুরনো ক্ষমতায় ফিরছেন একসময়ের দৌর্দণ্ডপ্রতাপ এই নেতা। কিন্তু, তাঁর জেলায় প্রত্যাবর্তনের পর থেকেই কাজল শেখ ও তাঁর মধ্যে দ্বন্দ্ব নিয়ে চর্চা শুরু হয়।
এই আবহে দিনকয়েক আগেই নানুর মিলন মেলায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখকে পরিয়ে দেওয়া হল ৫ কেজি ওজনের রুপোর মুকুট। আগে এই মেলায় মুকুট উঠত অনুব্রত মণ্ডলের মাথায়। এবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কাজল শেখকে সেরকম রুপোর মুকুট উপহার দিয়েছে থুপসারার তৃণমূল অঞ্চল কমিটি।
স্থানীয় সূত্রে খবর, একসময় নানুরে এই মেলার আয়োজক ছিলেন অনুব্রত-ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল কেরিম খান। তাঁর উদ্যোগেই মেলায় রুপোর মুকুট, রুপোর তরোয়াল উপহার দেওয়া হত অনুব্রত মণ্ডলকে। অনুব্রত জেলে যাওয়ার পর, এই মেলার দখল নেন কাজল শেখ।
বুধবার মেলার উদ্বোধন উপলক্ষ্যে অনুব্রত মণ্ডলকে আমন্ত্রণ জানানো হলেও, তিনি আসেননি। কাজল শেখকে ৫ কেজির রুপোর মুকুট পরিয়ে বরণ করে নেন তৃণমূল কর্মীদের একাংশ। তবে কি মুকুট-বদলের মধ্যে দিয়ে, আরও একবার স্পষ্ট হল কর্তৃত্ব হস্তান্তরের বার্তা ? যদিও, এনিয়ে মুখে কুলুপ এঁটেছে জেলার তৃণমূল নেতৃত্ব।