Firhad Hakim: 'ঝাড়খণ্ডে এখনও সক্রিয় মাওবাদীরা', মাড়গ্রাম বিস্ফোরণে বিস্ফোরক ফিরহাদ
Firhad Hakim on Margram Blast: মাড়গ্রামে দুই তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায়, এভাবেই মাওবাদী-তত্ত্ব তুলে ধরলেন ফিরহাদ হাকিম।
বীরভূম: মাড়গ্রাম বিস্ফোরণে বিস্ফোরক ফিরহাদ হাকিম। 'বীরভূমের (Birbhum) সীমানা লাগোয়া রাজ্য ঝাড়খণ্ড (Jharkhand)। সেখানে এখনও সক্রিয় মাওবাদীরা (Maoist)।' মাড়গ্রামে দুই তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায়, এভাবেই মাওবাদী-তত্ত্ব তুলে ধরলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি-সিপিএম (BJP CPM)। অন্যদিকে কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ খারিজ করে দিয়েছেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)।
'ঝাড়খণ্ডে এখনও সক্রিয় মাওবাদীরা'
বীরভূমের মাড়গ্রামে বোমা ফেটে মৃত্যু ও তৃণমূল প্রধানের ভাইয়ের গুরুতর জখম হওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। নেপথ্যে রয়েছে কংগ্রেস, দাবি নিহত নিউটন শেখের পরিবারের। অভিযুক্তরা আগে বিজেপি করত বলেও অভিযোগ করেছে তারা। ঘটনার জেরে স্থানীয় কংগ্রেস নেতা জহির শেখের বাড়িতে ভাঙচুর করা হয়। দলীয় স্তরে তদন্তের আশ্বাস দিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব। এলাকায় পৌঁছেছেন বোলপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ অসিত মাল ও হাসনের তৃণমূল বিধায়ক অশোক চট্টোপাধ্যায়।
ঘটনার পর থেকেই থমথমে মাড়গ্রাম
অন্যদিকে, ঘটনার পর থেকেই থমথমে মাড়গ্রাম। বিস্ফোরণে গুরুতর জখম তৃণমূল প্রধানের ভাই লাল্টু শেখের অবস্থা। আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় আনা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মাড়গ্রাম ১ ও মাড়গ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের দখলে। এই দুটি পঞ্চায়েতে কারা প্রার্থী হবেন, তা নিয়ে টানাপোড়েন চলছে। এর মধ্যেই মাড়গ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ ও তাঁর সঙ্গীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
আরও পড়ুন, 'কাজের খোঁজে এসে' লুকনো ক্যামেরার ফাঁদে তরুণী, বিধাননগরের গেস্টহাউজে মধুচক্রের হদিশ
নেপথ্যে রয়েছে কংগ্রেস, দাবি মৃত নিউটন শেখের পরিবারের
নেপথ্যে রয়েছে কংগ্রেস (Congress), দাবি মৃত নিউটন শেখের পরিবারের। অভিযুক্তরা আগে বিজেপি (BJP) করত বলেও অভিযোগ করেছে তারা। ঘটনার জেরে স্থানীয় কংগ্রেস নেতা জহির শেখের বাড়িতে ভাঙচুর করা হয়। ওই এলাকায় কংগ্রেসের সংগঠন রয়েছে এটাই জানা ছিল না, প্রতিক্রিয়া অধীর চৌধুরীর। এই ঘটনায় দলীয় স্তরে তদন্তের আশ্বাস দিয়েছেন তৃণমূলের (TMC) বীরভূম জেলার সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। এদিন ঘটনাস্থলে যান বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল ও হাসনের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়। মৃত নিউটন শেখ ও লাল্টু শেখের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা।