Birbhum News: বীরভূমে TMC-র কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রতকে ফোন মমতার ! 'দল বিরোধী মন্তব্যে কঠোর ব্যবস্থা..'!
Anubrata Kajol Meet: বহুদিন পর মুখোমুখি অনুব্রত-কাজল, বীরভূমে TMC-র কোর কমিটির বৈঠক শেষে কী সিদ্ধান্ত ?

বীরভূম: বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রতকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, জেলা সভাপতি থাকাকালীন কেষ্টর ঘোষণা করা কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ তৃণমূলনেত্রীর।তবে ইতিমধ্যেই বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক শেষ। এদিন বৈঠকে বহুদিন পর মুখোমুখি হয়েছেন অনুব্রত এবং কাজল। বৈঠক উপস্থিত ছিলেন ৭ সদস্য। কিন্তু দেখা মেলেনি শতাব্দী রায় ও চন্দ্রনাথ সিন্হার। 'দল বিরোধী মন্তব্যে কঠোর ব্যবস্থা..' নেওয়া হবে বলে সিদ্ধান্ত !
আরও পড়ুন, DA নিয়ে মাননীয়া বলেছিলেন, ঘেউ ঘেউ করবে না, সুপ্রিম কোর্ট সপাটে চড় বসিয়েছে গালে: সংগ্রামী যৌথ মঞ্চ
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর এই প্রথম বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক। শীর্ষ নের্তৃত্বের নির্দেশে সম্প্রতি জেলা সভাপতির পদ হারিয়েছেন অনুব্রত মণ্ডল। হাত ছেড়ে গিয়েছে রাশ। নির্দেশ আসে, ভবিষ্যতে কোনও কর্মসূচির প্রয়োজন হলে, তা ডাকবেন বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। সেই মত গতকাল আশিস বন্দ্যোপাধ্যায় কোর কমিটির বৈঠক ডাকেন। মূলত এর আগে বৈঠকের আহ্বায়ক ছিলেন জেলা রাজনীতিতে অনুব্রত-ঘনিষ্ঠ বলে পরিচিত সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তবে পরিস্থিতি বদলেছে। একদিনে নয়। একটু একটু করেই একুশের পর থেকে নানা ইস্যুতে জানান দিয়েছে।
অনুব্রত মণ্ডলের ঘোষিত কর্মসূচির অনুমোদন কোর কমিটির। ২৪, ২৫ ও ২৬ মে ৩ মহকুমায় অনুব্রতর কর্মসূচিতে অনুমোদন। এদিন বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে,'সোশাল মিডিয়ায় যাঁরা কোর কমিটি ও দল বিরোধী মন্তব্য করছেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা' ! জানা গিয়েছে, এবার বীরভূমে মাসে ২ বার করে বৈঠকে বসবে কোর কমিটি।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় ২০২২ সালের ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। এরপর আর্থিক তছরুপ বিরোধী আইনে ইডির দায়ের করা মামলায়, বাইশ সাল থেকে জেলবন্দি ছিলেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রীকে পাশে পাননি পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সেই দুর্ভাগ্য হয়নি অনুব্রতর। জেলে থাকাকালীনও বারবার তৃণমূল নেত্রীর মুখে অনুব্রতমণ্ডলের প্রশংসাই শোনা গিয়েছে। 'বীরভূমের বাঘ '। এই সম্বোধনই শোনা গিয়েছে প্রকাশ্যে।
গত বছরের শুরুর দিকে একবার বীরভূমে গিয়ে জেলবন্দি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ান তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বলেন, 'কেষ্টকে এতদিন জেলে পুরে রেখেছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি'। এরপর গরুপাচার মামলায় জামিন পেয়ে বীরভূমে ফেরেন অনুব্রত মণ্ডল। কিন্তু ক্ষমতায় ফিরেও যেন ফেরা হল না দৌর্দণ্ডপ্রতাপ এই নেতার। কোথাও যেন রয়ে গেল খাদ। জেলায় তাঁর প্রত্যাবর্তনের পর থেকেই কাজল শেখ ও তাঁর মধ্যে দ্বন্দ্ব নিয়ে চর্চা শুরু হয়। আর শীর্ষ নের্তৃত্বের নির্দেশে সম্প্রতি জেলা সভাপতির পদও হারিয়ে ফেলেন তিনি !






















