Anubrata Mondal: মঞ্চে অনুব্রতকে দেখেই স্লোগান উঠল 'টাইগার জিন্দা হ্যায়' ! যা বললেন তৃণমূল নেতা...
TMC News: অনুব্রতর গ্রেফতারির পর একাধিক বার তাঁকে 'বাঘ' বলে উল্লেখ করেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
ইলামবাজার : জেল থেকে মুক্তি পেয়েছেন বেশ কিছুদিন হল। রাজনীতির ময়দানেও ফিরেছেন। কিন্তু, কবে থেকে তাঁকে ফের দেখা যাবে সক্রিয় রাজনীতিতে ? এনিয়ে চর্চা চলছে। এই পরিস্থিতিতে এল বড় আপডেট। দীপাবলির পরেই আরও সক্রিয় রাজনীতিতে আসতে চলেছেন অনুব্রত মণ্ডল। দীপাবলির পরেই ব্লকে ব্লকে জনসভা করবেন বীরভূমের জেলা সভাপতি। এমনটাই জানা যাচ্ছে। এদিন ইলামবাজারের সভায় তাঁকে দেখে উঠল 'টাইগার জিন্দা হ্যায়' স্লোগান। দলীয় কর্মী-সমর্থকরা তাঁকে 'বীরভূমের টাইগার'ও বললেন। এনিয়ে তাঁকে প্রশ্ন করা হলে অনুব্রত বলেন, 'এ ব্যাপারে কিছু বলতে রাজি নই। আমি সাধারণ একটা মানুষ।'
অনুব্রতর গ্রেফতারির পর একাধিক বার তাঁকে 'বাঘ' বলে উল্লেখ করেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ২০২২ সালের ৫ নভেম্বর প্রথম বার একটি সভায় ওই মন্তব্য করেছিলেন তিনি। ফিরহাদকে বলতে শোনা যায়, "বীরভূমের বাঘকে কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো তোমরা। সারাজীবন পারবে না। সেই বাঘ যখন বেরিয়ে আসবে, আজ যে শিয়ালরা হুক্কাহুয়া হুক্কাহুয়া করছে, সব আবার খাঁচায় ঢুকে যাবে।"
গরুপাচার মামলায় অনুব্রত জামিন পাওয়ার পরও একই কথা শোনা যায় ফিরহাদের মুখে। অবস্থানে অনড় থেকে তাঁকে বলতে শোনা যায়, "আমি বলেছিলাম, বীরভূমের বাঘকে বেশিদিন খাঁচায় আটকে রাখা যাবে না। বাঘ খাঁচার ভিতরে থাকলে শিয়াল-হায়নারা হুমাহু করে। খাঁচা থেকে বাঘ বেরোলে তারাই লেজ তুলে পালায়।"
সেই নিয়েই জেলমুক্তির পর অনুব্রতর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, "দেখুন, এতদিন পর ফিরলাম। প্রায় দুই, আড়াই বছরের মতো। সবাই ভাল থাকুন। কোনও বিতর্কে যেতে রাজি নই আমি। আদালতকে সম্মান করি, আইন মেনে চলি। দিদির জন্য আমি আছি এবং বরাবর থাকব।" (Firhad Hakim)
এহেন অনুব্রত দুর্গাপুজো কাটতেই রাজনীতির সেকেন্ড ইনিংস শুরু করেছেন। মমতাকে আরেকবার মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) করেই ছেড়ে দেব রাজনীতি, সিউড়ির মঞ্চ থেকে এমন ঘোষণাও করতে শোনা গিয়েছে তাঁকে। এপ্রসঙ্গে অনুব্রত বলেছেন, "আমরা কেউ ঝগড়াঝাঁটি করব না। আমরা সবাইকে নিয়ে চলব। আমরা দলটা আরও বৃদ্ধি করব। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলছিলেন, নুরুল নাকি বলেছেন ছেড়ে দেব। আমি নুরুলকে বলব, আরেকবার দিদিকে মুখ্যমন্ত্রী করে দে; তারপর ছাড়লে একসঙ্গে ছাড়ব। দুই বন্ধু মিলেই ছাড়ব। এখন ছাড়ার কোনও প্রশ্ন নেই।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।