Birbhum Weather Update: সপ্তাহের শুরুতেই দিনভর বৃষ্টি, সোমবার বাড়ি থেকে বেরনোর আগে জেনে নিন ওয়েদার আপডেট
Birbhum Weather Update 1 July 2024: আজ ১ জুলাই, সোমবার অন্যান্য জেলার পাশাপাশি, কেমন থাকবে বীরভূমের আবহাওয়া? জেনে নেওয়া যাক এক নজরে।
![Birbhum Weather Update: সপ্তাহের শুরুতেই দিনভর বৃষ্টি, সোমবার বাড়ি থেকে বেরনোর আগে জেনে নিন ওয়েদার আপডেট Birbhum Weather Update District News Rain Forecast summer rainy season update 1 July 2024 Birbhum Weather Update: সপ্তাহের শুরুতেই দিনভর বৃষ্টি, সোমবার বাড়ি থেকে বেরনোর আগে জেনে নিন ওয়েদার আপডেট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/30/d856f5d6222db6e3095f9d95083a1b37171975932314949_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বীরভূম: জুলাই মাস। সপ্তাহের শুরু। এই মাসের শুরুর দিকে বর্ষা থাকার কথা গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। এর ফলে সহ্যের মধ্যে থাকবে তাপমাত্রা। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ ১ জুলাই, সোমবার অন্যান্য জেলার পাশাপাশি, কেমন থাকবে বীরভূমের আবহাওয়া? জেনে নেওয়া যাক এক নজরে।
আজ বীরভূমে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালের মতোই থাকবে তাপমাত্রা। খুব বেশি বাড়বে বা কমবে না। সকাল সাড়ে ৯টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সকাল ১০ থেকে বাড়বে বৃষ্টিপাত। এরপরে সারাদিনই চলবে বৃষ্টি। সন্ধের দিকেও আকাশে মেঘ থাকবে। বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দফায় দফায়। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকতে পারে সর্বাধিক ৯৩ শতাংশ। অর্থাৎ বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location): বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত। বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।
আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।
বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : আজ বীরভূমে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালের মতোই থাকবে তাপমাত্রা। খুব বেশি বাড়বে বা কমবে না। সকাল সাড়ে ৯টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সকাল ১০ থেকে বাড়বে বৃষ্টিপাত। এরপরে সারাদিনই চলবে বৃষ্টি। সন্ধের দিকেও আকাশে মেঘ থাকবে। বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দফায় দফায়। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকতে পারে সর্বাধিক ৯৩ শতাংশ। অর্থাৎ বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
সূর্যোদয় (Sunrise) - সকাল ০৪.৫৫
সূর্যাস্ত (Sunset) - বিকেল ০৬.৩০
আরও পড়ুন: Jisshu Sengupta: সৃজিতের 'ঊমা', যীশু-কন্যা সারার মুকুটে সাফল্য়ের নতুন পালক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)