Locket Chatterjee: 'টাকা দিয়ে মুখ বন্ধ করতে রামপুরহাটে গেছেন মুখ্যমন্ত্রী' লোকসভায় সরব লকেট
এ দিন তিনি বলেন, মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে। এর পর মুখ্যমন্ত্রী গেছেন এবং টাকা দিয়ে তাঁদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন, যাতে সত্যি বেরিয়ে না আসে।'
![Locket Chatterjee: 'টাকা দিয়ে মুখ বন্ধ করতে রামপুরহাটে গেছেন মুখ্যমন্ত্রী' লোকসভায় সরব লকেট cm mamata banerjee went to rampurhat to shut the victim's mouth with money said bjp locket chatterjee Locket Chatterjee: 'টাকা দিয়ে মুখ বন্ধ করতে রামপুরহাটে গেছেন মুখ্যমন্ত্রী' লোকসভায় সরব লকেট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/25/a95c3e4f1c77366754eb970acbc35939_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: 'মেরে পুড়িয়ে দেওয়ার পর মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) গেছেন টাকা দিয়ে মুখ বন্ধ করতে। যাতে সত্যি সামনে বেরিয়ে না আসে।' লোকসভায় বগটুইকাণ্ড নিয়ে বলতে গিয়ে বিস্ফোরক বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।
বীরভূমের (BJP) রামপুরহাটের (Rampurhat Violence) বগটুই গ্রামে হত্যাকাণ্ড। যা কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। তোলপাড় রাজ্য (West Bengal)। গতকাল বগটুই গ্রামে পৌঁছন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। রামপুরহাটে মৃতদের পরিবারকে ৫ লক্ষ করে আর্থিক সাহায্য করে রাজ্য সরকার। জখমরা পাবেন ৫০ হাজার টাকা। পুড়ে যাওয়া বাড়ি সাড়ানোর জন্য ২ লক্ষ টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিলি করা হয় চেক। জানানো হয় ১০ জন পাবেন সরকারি চাকরি। আর তা নিয়েই লোকসভায় সরব হয়েছেন লকেট (Locket Chatterjee) ।
এ দিন লোকসভায় লকেট চট্টোপাধ্যায় বলেন, 'রামপুরহাটের ঘটনা নারকীয়, নৃসংশ। বীরভূমের ১০-১৫ জন মহিলা, শিশুদের তালা বন্ধ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে। এর পর মুখ্যমন্ত্রী গেছেন এবং টাকা দিয়ে তাঁদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন, যাতে সত্যি বেরিয়ে না আসে।'
আজ হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে লোকসভায় লকেটের বক্তব্য, 'রাজ্যের মানুষ সিবিআই তদন্ত চেয়েছিলেন। হাইকোর্ট আজ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আমি রাজ্য়ের মানুষকে ধন্যবাদ জানাব।' তাঁর কথায় আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব রাজ্যের মানুষের টাকায় সুপ্রীম কোর্টে গিয়ে তিনি যেন সিবিআই তদন্তেকে চ্যালেঞ্জ না করেন।
আরও পড়ুন: Rampurhat Violence: ‘আমি নির্দোষ, দিদির নির্দেশেই আত্মসমর্পণ করেছি’, দাবি আনারুলের
এ দিনই রাজ্যসভায় রামপুরহাট নিয়ে বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন রুপা গঙ্গোপাধ্যায়। সবমিলিয়ে ঘটনায় কার্যত তোলপাড় রাজ্যরাজনীতি। আজই রামপুরহাট হত্যাকাণ্ডে CBI তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। রাজ্য সরকারের গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমের ওপর আস্থা রাখেনি কলকাতা হাইকোর্ট। আদালতের এই নির্দেশে খুশি বগটুইবাসী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)