Rampurhat Violence : কম্পালসারি ওয়েটিংয়ে থাকা রামপুরহাটের এসডিপিওকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, বয়ান রেকর্ড মিহিলালের
CBI Interogation on Rampurhat Violence : বয়ান রেকর্ড করা হয়েছে মিহিলাল শেখের। জিজ্ঞাসাবাদ করা হয় ঘটনার দিন আহতদের দেখার দায়িত্বে থাকা রামপুরহাট হাসপাতালের চিকিৎসককেও।
প্রকাশ সিনহা, রামপুরহাট (বীরভূম) : তদন্তের গতি বাড়াল সিবিআই (CBI)। কেন্দ্রীয় সংস্থার অস্থায়ী ক্যাম্পে ডেকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রামপুরহাটের প্রাক্তন এসডিপিও (sdpo) সায়ন আহমেদকে। রামপুরহাট হত্যাকাণ্ডের (rampurhat violence) জেরে এই মুহূর্তে কম্পালসারি ওয়েটিংয়ে রয়েছেন তিনি। সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের মাঝে ঠিক কোন কোন প্রসঙ্গ সামনে এসেছে, তা অবশ্যএই মুহূর্তে পরিষ্কার নয়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট থানার (rampurhat police station) একজন এসআইকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডেকে পাঠানো হয়েছিল রামপুরহাট হাসপাতালের (rampurhat hospital) এক চিকিৎসককে (doctor)। ঘটনার পর আহতদের যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই সময় হাসপাতালে রোগীদের দেখার দায়িত্বে ছিলেন সেই চিকিৎসক।
রামপুরহাট কাণ্ডের তদন্তে এবার মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। গতকালই তাঁকে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডাকা হয়। মিহিলাল দাবি করেন, রাতে সিবিআইয়ের সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি জানান, নিরাপত্তার কারণে তাঁরা অন্যত্র যেতে পারছেন না। সিবিআই অফিসাররা বাতাসপুরে এলে তাঁদের সঙ্গে কথা বলবেন। এরপর সিবিআইয়ের গোয়েন্দারা বাতাসপুরে গিয়ে মিহিলালকে গাড়িতে তুলে রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেন। তারপর ঘণ্টাচারেক ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। বয়ান রেকর্ডও করা হয়েছে তাঁর। সিবিআইয়ের তরফে ডেকে পাঠানো হয়েছিল ধ্রুবজ্যোতি দত্তকেও। যার অভিযোগ ভিত্তিতেই এফআইএর ও গোটা তদন্ত এগোচ্ছে। তাঁকে ঘণ্টা চারেক ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলেই সিবিআই সূত্রে জানা গিয়েছে।
হাইকোর্টের নির্দেশের পর, রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে CBI। ঘটনার দিন কি কোনও দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরানো হয়েছিল? না কি বাইরে থেকে বোমা মারায় ঘরে আগুন ধরে গেছিল? ঘরের ভিতরে থাকা সবাইকে কি জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল? রামপুরহাটণ্ডের তদন্তে এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন CBI’এর গোয়েন্দারা। এই তদন্তে বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। 3D লেজার স্ক্যানিং।
আরও পড়ুন- রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে 3D লেজার স্ক্যানিংয়ের ব্যবহার সিবিআইয়ের, কী এই প্রযুক্তি