Rampurhat Violence : নিহতদের পরিবারের অভিযোগ সরাসরি তৃণমূল ব্লক সভাপতির দিকে, কী বললেন সেই নেতা ?
Rampurhat Violence Update : তৃণমূল নেতা খুনে অভিযুক্তরাই নৃশংস হত্যালীলার সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ
অর্ণব মুখোপাধ্যায় , নান্টু পাল: রামপুরহাটের বকটুই গ্রামে তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের পরই শিশু, মহিলা-সহ ৮ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটে। দুটি ঘটনার মধ্যে সময়ের ব্যবধান মাত্র একঘণ্টা। ফলে তৃণমূল নেতা খুনে অভিযুক্তরাই নৃশংস হত্যালীলার সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ।
খুনের পিছনে কারা
রামপুরহাটের বকটুই গ্রামে তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের পরই শিশু, মহিলা-সহ ৮ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটে। দুটি ঘটনার মধ্যে সময়ের ব্যবধান মাত্র একঘণ্টা। ফলে তৃণমূল নেতা খুনে অভিযুক্তরাই নৃশংস হত্যালীলার সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ।
তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ
এরই মধ্যে, ভয়ঙ্কর হত্যালীলার পর, প্রাণভয়ে সাঁইথিয়ায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে নিহতের আত্মীয় মিহিলাল শেখের পরিবার। শনাক্তকরণ ছাড়াই কী করে শেষকৃত্য হল, সেই প্রশ্ন তুলছে তারা। নিহতের অভিযোগ, পুলিশের সামনেই আগুনে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে। তাই রাজ্য পুলিশের ওপর আস্থা নেই, সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নিহতের আত্মীয় মিহিলাল শেখ। তাঁদের সেই রাতের গা শিউরে ওঠা অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বারবার তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনের নাম উঠে এসেছে। সরাসরি তাঁর নাম করেই শাস্তি চেয়েছে অগ্নিদগ্ধ হওয়া মৃতদের পরিবারের লোকজন।
নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের অনুগামীরাই বাড়িতে আগুন লাগিয়েছে। অভিযোগ করেছেন নিহতের আত্মীয় মিহিলাল শেখ। এই ঘটনার পিছনে রামপুরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আনারুল হোসেনের হাত রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
কী বললেন আনারুল
যদিও অভিযুক্ত তৃণমূল নেতার পাল্টা দাবি, উপপ্রধান খুনে অভিযুক্তরাই আগুন লাগিয়েছে। তৃণমূলকে বদনাম করতে তাঁর নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন তৃণমূল ব্লক সভাপতি।
কোন কোন ধারায় FIR
রামপুরহাটের বকটুই গ্রামে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। পুলিশের এফআইআরেই তা স্পষ্ট। অগ্নিসংযোগের ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৪৩৫ ও ৪৩৬ ধারায় মামলা রুজু হয়েছে। ৩০২ ধারায় খুনের মামলাও রুজু করেছে পুলিশ। এছাড়া, ১৪৭, ১৪৮ ও ১৪৯ ধারায় রুজু হয়েছে মামলা। এর মধ্যে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারা রয়েছে। জামিন অযোগ্য ৩২৫ ও ৩২৬ ধারাতেও মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের আজ পেশ করা হবে রামপুরহাট মহকুমা আদালতে।