Abhishek Banerjee: কেষ্টহীন বীরভূমের মুরারই থেকে এবার গরুপাচার মামলায় সুর চড়ালেন অভিষেক
Cattle Smuggling Case:'বাবুরা গরু চোর ধরতে বেরিয়েছে। ইডি বলছে, গরু পাচারে প্রত্যক্ষ মদত রয়েছে বিএসএফের। বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের অধীনে। তা হলে অমিত শাহকে কি ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে?'
মুরারই (বীরভূম): 'বাবুরা গরু চোর (Cattle Smuggling) ধরতে বেরিয়েছে। ইডি বলছে, গরু পাচারে প্রত্যক্ষ মদত রয়েছে বিএসএফের (BSF)। বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের অধীনে। তা হলে অমিত শাহকে (Amit Shah) কি ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে?' কেষ্টহীন বীরভূমের মুরারইয়ে দাঁড়িয়ে এবার গরুপাচার মামলায় সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আর কী বললেন?
এই মুহূর্তে গরুপাচার মামলায় তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। বন্দি কেষ্ট-কন্যা সুকন্যাও। সেই প্রসঙ্গ তুলে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বার্তা, 'সুকন্যা মণ্ডলের সম্পত্তি ১৫০ গুণ বেড়েছে বলে গ্রেফতার করেছে। অমিত শাহর ছেলের ৮০ হাজার গুণ সম্পত্তি বেড়েছে। কেন তাঁকে গ্রেফতার করা হবে না?' এর পর বিএসএফের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, 'সীমান্তে বিএসএফ থাকা সত্ত্বেও কী করে গরুপাচার হয়? বিএসএফ গরুপাচারের টাকা অমিত শাহ নাকি তাঁর ছেলেকে পাঠিয়েছে?' পঞ্চায়েত ভোটের আগে মাসদুয়েক, রাজ্যজুড়ে 'নবজোয়ার' যাত্রা করছেন অভিষেক। এদিন তারই অংশ হিসেবে মুরারইয়ে সভা করেন। সেখানেই ফের তাঁর বার্তা, 'পঞ্চায়েত ভোটে মানুষ নিজের প্রার্থী নিজে ঠিক করুক। এই সুযোগ তৃণমূল ছাড়া আর কোনও রাজনৈতিক দল দেবে না। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলেও পা এখনও মাটিতেই আছে।' তবে আগামীদিনের লড়াইটা যে অত্যন্ত কঠিন, সেটিও মনে করান অভিষেক। কেন্দ্রীয় বঞ্চনার কথাও শোনা যায় তাঁর মুখে। অভিযোগ, 'বিজেপি ২০২১-এ হারার পর জোরজবরদস্তি ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে।' তাৎপর্যপূর্ণভাবে মুরারই থেকে তৃণমূল সাংসদ যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন, তার কিছুক্ষণ আগেই নাম না করে বাংলার মুখ্যমন্ত্রীও বিঁধেছেন শাহ-কে।
মুখ্যমন্ত্রীর তোপ...
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিন। ধনধান্য অডিটোরিয়ামে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'নির্বাচনের কারণে না জেনে অনেক বড় বড় কথা বলা যায়। না জেনে বলা যায় শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের জন্মস্থান। বিদ্যাসাগরের মূর্তিও ভেঙে ফেলা যায়।' এই মুহূর্তে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাম না করে কি তাঁকেই বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রী? ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর এমন বার্তার পর ফের শোরগোল রাজনৈতিক মহলে। ২০১৯ সালের ১৪ মে লোকসভা ভোটের প্রচারে এসেছিলেন অমিত শাহ। রোড শো চলছিল। সেই সময়ই সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালীনই বিদ্যাসাগর কলেজের ক্যাম্পাসে ঢুকে মূর্তি ভেঙে দেয় একদল উন্মত্ত যুবক। এদিন, বিশ্বকবির জন্মজয়ন্তীতে, সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম না তুলেও সেই প্রসঙ্গই ছুয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী। সঙ্গে মনে করালেন, কোনও অবস্থাতেই রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ থেকে সরা যাবে না। কবিগুরু যে বিভেদের বিরুদ্ধে কথা বলেছিলেন, দেন সেই বার্তাও।
আরও পড়ুন:পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?