Visva Bharati : রাষ্ট্রপতির সফরের আগেই তিন অধ্যাপককে শোকজের নোটিস ধরাল বিশ্বভারতী
অমর্ত্য সেনকে কু-কথা বলার প্রতিবাদ জানিয়ে বিশিষ্টদের চিঠিতে সই করায় শোকজ নোটিস !
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : ফের বিতর্কে বিশ্বভারতী ( Visva Bharati )। সম্মুখ সমরে অধ্যাপক সংগঠন ও
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাষ্ট্রপতির ( Droupadi Murmu )সফরের আগেই তিন অধ্যাপককে শোকজের নোটিস ধরাল বিশ্বভারতী।
অমর্ত্য সেনকে ( Amartya Sen )কু-কথা বলার প্রতিবাদ জানিয়ে বিশিষ্টদের চিঠিতে সই করায় শোকজ নোটিস পাঠানো হয় বিশ্বভারতীর রাজনীতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য, ওড়িয়া ভাষার অধ্যাপক শরৎকুমার জেনা ও দর্শন বিভাগের অধ্যাপক কৌশিক ভট্টাচার্যকে।
শোকজ নোটিস নিয়ে মুখ খুলতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। ওই তিন অধ্যাপকের প্রতিক্রিয়াও এখনও মেলেনি। পাল্টা গতকাল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন।
চিঠিতে অভিযোগ, গত একমাসে দু’-দু’টি সমাবর্তনের আয়োজন করা হয়েছে। পরিকল্পনার অভাবে আজকের সমাবর্তনের জন্য বাতিল করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত পরীক্ষা সূচিও। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে অধ্যাপক সংগঠনের অভিযোগ, বিশ্বভারতীর উপাচার্যর রোষানলের বলি হয়েছেন দলিত পড়ুয়া ও অধ্যাপিকা। একইভাবে এই উপাচার্যর আমলে শিক্ষার পরিকাঠামো উন্নত না করে, মামলার পিছনে অর্থ ব্যয় করা হচ্ছে বলেও চিঠিতে অভিযোগ করা হয়েছে।