Dilip Ghosh: আরও দীর্ঘ হবে তালিকা! সুকন্যার গ্রেফতারিতে মুখ খুললেন দিলীপ
Sukanya Mondal Arrested:বৃহস্পতিবার সুকন্যাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

বিশ্বজিৎ দাস, খড়্গপুর: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) আট মাস আগে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এ বার গ্রেফতার হলেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও (Sukanya Mondal)। পেশায় শিক্ষিকা হয়ে তাঁর কোটি কোটি টাকার সম্পত্তি হল কী করে, উঠছে প্রশ্ন। সুকন্যা তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করেছেন বলেও উঠছে অভিযোগ। সেই আবহেই সুকন্যার গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তালিকা ক্রমশ দীর্ঘ হবে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।
খড়্গপুর শহরে প্রাতঃর্ভ্রমণে বেরিয়ে মুখ খুললেন দিলীপ।
বৃহস্পতিবার সুকন্যাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে প্রাতঃর্ভ্রমণে বেরিয়ে তা নিয়ে মুখ খুললেন দিলীপ। সকালে বগদায় বিজেপি-র কর্মী এবং সমর্থকদের সঙ্গে চা পান করছিলেন দিলীপ। সেখানে তিনি বলেন, "এটা হওয়ারই ছিল। তার জন্য়ই পালিয়ে বেড়াচ্ছিলেন উনি। সহযোগিতা করছিলেন না। তাঁকে হেফাজতে না নিলে, বিশদ তথ্য আসবে না।"
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ আরও বলেন, "প্রতিনিয়ত, প্রতিদিনই কেউ না কেউ গ্রেফতার হচ্ছেন। যেমন যেমন তথ্য পাওয়া যাচ্ছে, তেমন তেমন উঠে আসছে নতুন নতুন নামও। তাঁদের কাছ থেকে আরও তথ্য জোগাড় করতে হেফাজতে নেওয়া হচ্ছে। আস্তে আস্তে এই তালিকা আরও দীর্ঘ হচ্ছে।"
আরও পড়ুন: Sukanya Mondal: কেবল গরু পাচারই নয়, অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের নাম জড়ায় নিয়োগ দুর্নীতিতেও
গরুপাচার মামলার তদন্তে নেমে বুধবার সুকন্যাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হবে তাঁকে। সুকন্যার বিরুদ্ধে ইডি-র হাতিয়ার হতে চলেছে অনুব্রতর ঘনিষ্ঠদের বয়ান। ইডি-র দাবি, পুরোটাই জানতেন সুকন্যা। জিজ্ঞাসাবাদে তিনি শুধু অসহযোগিতাই করেননি, আর্থিক লেনদেনে সুকন্যার সরাসরি যোগাযোগের প্রমাণ মিলেছে।
বার বার সুকন্যা জবাব এড়িয়েছেন বলে খবর
ইডি সূত্রের খবর, তথ্যপ্রমাণ দেখালেও সুকন্য়া জবাব এড়িয়েছেন। বার বার দাবি করেছেন, সব জানেন বাবা এবং তাঁদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি। ইডি-র দাবি, সুকন্যার দাবি যে ঠিক নয়, তা জানান অনুব্রত-ঘনিষ্ঠরাই। জিজ্ঞাসাবাদে জানা যায়, শুধু অনুব্রত নন, সুকন্যাও নির্দেশ দিতেন। রাইস মিল ও অন্যান্য ক্ষেত্রে টাকা লেনদেনে সরাসরি যুক্ত ছিলেন সুকন্যা। কোটি কোটি টাকার সম্পত্তি, জায়গা-জমি ছাড়াও ব্যাঙ্কে কোটি কোটি টাকা লেনদেনের কোনও সদুত্তর সুকন্যা দেননি বলে ইডি-র দাবি। আজ রাউস অ্যাভিনিউ কোর্টে এই সমস্ত তথ্যপ্রমাণ পেশ করে অনুব্রত-কন্যাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
