Sukanta On Shibu Arrested: সন্দেশখালির নেতা শিবু হাজরা গ্রেফতারিতে নিশানা সুকান্তের, বললেন..
Sukanta On Shibu Hazra: গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরেই গ্রেফতার সন্দেশখালির তৃণমূল নেতা শিব হাজরা, তোপ দাগলেন বিজেপি নেতা সুকান্ত, কী প্রতিক্রিয়া সন্দেশখালির তৃণমূল বিধায়কের ?
উত্তর ২৪ পরগনা: রাজ্যে বগটুইহিংসাকাণ্ডের প্রথম গ্রেফতারির পর সেবার তোপ দেগেছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বলেছিলেন, 'রাঘব বোয়ালদের আড়াল করে চুনোপুঁটিদের গ্রেফতার।' নিয়োগ দুর্নীতিতে পার্থ গ্রেফতারের পর বলেছিলেন, 'মাথাকে ধরতে হবে।' আর এবার সন্দেশখালির তৃণমূল নেতা শিবু হাজরার গ্রেফতারিতেও ঠিক সেই সুরেই নিশানা করলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বললেন, 'মুখ রক্ষার চেষ্টা করছে।'
গণধর্ষণে অভিযুক্ত হন শিবু হাজরা-উত্তম সর্দার। উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণ, খুনের চেষ্টার ধারা দেওয়া হয়েছে।বহিরাগত ভাড়া করে সাজানো ঘটনার তৃণমূলের তত্ত্ব খারিজ করল পুলিশই। শিবু, উত্তমের বিরুদ্ধে অবশেষে গণধর্ষণের ধারা আনে পুলিশ। আর গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরেই এদিন ন্যাজাট থেকে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির সন্দেশখালির ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরাকে। তবে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যতোই তোপ দাগুন না কেন, মানতে নারাজ সন্দেশখালির তৃণমূল বিধায়ক।
এদিকে শিবু হাজরার বিরুদ্ধে বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা, তাও ক্লিনচিট শাসক বিধায়কের। শিবু হাজরার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে, দাবি জানিয়েছেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। সন্দেশখালিকাণ্ডের ২০ নম্বর মামলায়, গণধর্ষণের ধারা যুক্ত করার পরই,তৃণমূল নেতা শিবপ্রকাশ ওরফে শিবু হাজরাকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধেয় সন্দেশখালির ন্যাজাট থেকে শিবুকে গ্রেফতার করা হয়। সন্দেশখালিকাণ্ডের ২০ নম্বর মামলায়,সম্প্রতি এক মহিলা আদালতে গোপন জবানবন্দি দেন। তাঁর গোপন জবানবন্দির ভিত্তিতে শিবু হাজরা ও উত্তম সর্দার বিরুদ্ধে গণধর্ষণ ও হত্যার চেষ্টার ধারা যুক্ত করার জন্য আদালতে আবেদন করে পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে আদালত।
আরও পড়ুন, ঘন কুয়াশায় ঢাকতে পারে পাহাড়ি রাস্তা, আগামীকাল কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?
এরপরই, বিকেলে প্রথমে পুলিশ সুপার ও রাজ্য পুলিশের DG সাংবাদিক বৈঠক করেন। তারপরই জানা যায়, ন্যাজাট থেকে গ্রেফতার করা হয়েছে শিবুকে। সন্দেশখালি এক বাসিন্দা বলেছেন,তিন জনের বিরুদ্ধে, শাহজাহান ভাইকে গ্রেফতার করতে হবে। ছাড়লে হবে না। সন্দেশখালি এক বাসিন্দা বলেছেন,তিন জনের বিরুদ্ধে, শাহজাহান ভাইকে গ্রেফতার করতে হবে। ছাড়লে হবে না। শিবপ্রসাদ হাজরা, তৃণমূলের ব্লক সভাপতি। উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য।শেখ শাহজাহানের শাগরেদ। সেই শিবপ্রসাদ হাজরা বা শিবুর বিরুদ্ধেই ভেড়ি দখল, লিজের টাকা না দেওয়া, মারধর-অত্যাচার-সহ একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন সন্দেশখালির মহিলাদের একাংশ।