Uttar Dinajpur:কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্নামঞ্চে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক
BJP MLA At TMC Dharna Mancha: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্নামঞ্চে বিজেপি বিধায়ক। তৃণমূলের ধর্নামঞ্চে হাজির গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়।
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: কেন্দ্রীয় বঞ্চনার (Central Government) অভিযোগে তৃণমূলের ধর্নামঞ্চে (TMC Dharna Mancha) বিজেপি বিধায়ক (BJP MLA)। তৃণমূলের ধর্নামঞ্চে হাজির গঙ্গারামপুরের (Gangarampur) বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। বঞ্চনার অভিযোগে তৃণমূলের সঙ্গে একমত তিনি। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে বকেয়া আদায় করুক রাজ্য, পরামর্শ বিজেপি বিধায়কের।
কী বললেন?
দুপুর পৌনে দুটো নাগাদ ধর্নামঞ্চের কাছে এসে দাঁড়ায় বিজেপি বিধায়কের গাড়ি। তাঁকে দেখে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। মাইক নিয়ে ধর্নামঞ্চের কাছে গিয়ে সত্যেন্দ্রনাথ রায় বলেন, রাজ্যকে কী দেওয়া হচ্ছে তা দেখার দায়িত্ব যেমন রাজ্য সরকারের রয়েছে, তেমনই কেন্দ্রীয় সরকারেরও রয়েছে। এই রাজ্যের বিধায়কদেরও এই দায়িত্ব রয়েছে। তাঁরা একসঙ্গে বসে, একটি কর্মসূচি তৈরি করে, কী ভাবে এই টাকা পাওয়া যেতে পারে, সেটা নিয়ে আলোচনা করুন ও তার পর কেন্দ্রীয় সরকারের কাছে যান, জানিয়েছেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক। সত্যেন্দ্রনাথ রায়ের আরও বক্তব্য, তাঁর গাড়ি থেকে স্লোগান দিচ্ছিলেন তৃণমূলের নতুন কর্মী-সমর্থকরা। পুরনোর শান্তই ছিলেন। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য অবশ্য় বলেছেন, 'এগুলি বিচ্যুতি। কেউ যদি মনে করেন তৃণমূল কংগ্রেসে গিয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুনিশ্চিত করবেন, তা হলে মূর্খের স্বর্গে বাস করছেন। তবে কথা যেটা বলেছেন, সেটা প্রণিধানযোগ্য।' তবে বিজেপি মুখপাত্র একথাও মনে করাচ্ছেন, যে রাজ্যের সত্যি কোনও বকেয়া থাকলে, বঙ্গ বিজেপির পরিষদীয় দল রাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রকে যাবে, এ কথা বলা হয়েছিল। তবে এ সংক্রান্ত প্রস্তাব রাজ্য সরকারের তরফে আসতে হবে, জানালেন শমীক ভট্টাচার্য। তাঁরা ঠিক কী চাইছেন, সেটিও রাজ্য বিজেপি নেতৃত্বকে আগে থেকে জানাতে হবে। অতীতে অবশ্য় বঙ্গ বিজেপি নেতাদের মুখে রাজ্য়ের শাসকদলের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নিয়ে নয়ছয়ের অভিযোগ শোনা গিয়েছে। স্বয়ং বিরোধী দলনেতা কেন্দ্রীয় প্রকল্পে টাকা দেওয়া বন্ধের আর্জি জানিয়ে কেন্দ্রের কাছে দরবার করেছেন, এমন ঘটনাও ঘটে। তার মধ্যেই এই পর্ব।
তৃণমূলের বিক্ষোভ...
কলকাতার উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে শহরতলি। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রাজ্যজুড়ে ধর্না কর্মসূচি পালন করল তৃণমূল। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের এই কর্মসূচির বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগেই, হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে যায় তৃণমূলের এই কর্মসূচি। এরপর, নতুন করে ৬ অগাস্ট কর্মসূচি ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। রবিবার সকাল থেকে ধর্না কর্মসূচিতে যোগ দেন তৃণমূলের নেতা-মন্ত্রী-বিধায়করা। তৃণমূলের এই কর্মসূচি নিয়ে তীব্র কটাক্ষের সুর বিরোধীদের গলায়।
আরও পড়ুন:টাকার বিনিময়ে বিস্ফোরক আদান-প্রদানের সেফ প্যাসেজ তৈরি করে দেন ধৃত TMC নেতা, দাবি NIA-র