Suvendu's Message to Naushad : বাঁচতে চাইলে 'নো ভোট টু মমতা' বলুন, নৌশাদকে বার্তা শুভেন্দুর
Bhangar Update : ভাঙড়ের অশান্তি নিয়ে তৃণমূল যখন ISF-বিজেপি আঁতাঁতের অভিযোগে বারবার সরব হচ্ছে, তখনই ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন শুভেন্দু
শিবাশিস মৌলিক, হিন্দোল দে ও রঞ্জিৎ হালদার, কলকাতা : পঞ্চায়েত ভোট পরবর্তী রাজ্য রাজনীতি এখনও উত্তপ্ত। দিকে দিকে এখনও সংঘর্ষের ঘটনা অব্যাহত। মৃত্যুও। কিছু জায়গায়, যেখানে ভোটপর্বে অশান্তি চরমে পৌঁছেছিল, সেরকমই কয়েক জায়গায় এখনও টানাপোড়েন লেগেই রয়েছে। সেই তালিকায় রয়েছে ভাঙড়। সেই ভাঙড়েরই ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির উদ্দেশে এবার ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বাঁচতে চাইলে 'নো ভোট টু মমতা' বলুন, বলে বার্তা বিরোধী দলনেতার। ভাঙড়ের ভোট-হিংসা নিয়ে গত কয়েকদিন ধরেই ISF এবং BJP-র আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। শনিবার শুভেন্দু অধিকারীর বার্তা নিয়েও সুর চড়াতে দেরি করেনি তারা।
ভাঙড়ের অশান্তি নিয়ে তৃণমূল যখন ISF-বিজেপি আঁতাঁতের অভিযোগে বারবার সরব হচ্ছে, তখনই ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এই মন্তব্য নিয়েই রাজ্য় রাজনীতিতে জল্পনা তুঙ্গে উঠেছে। পঞ্চায়েত ভোটের আগে একের পর এক সভায় শুভেন্দু অধিকারীর গায়ে দেখা গেছে নো ভোট টু মমতা লেখা টি শার্ট। পরপর সভা থেকে শুভেন্দু অধিকারীর মুখে শোনা যায়, নো ভোট টু মমতা স্লোগান।
তাৎপর্যপূর্ণভাবে এবার ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির উদ্দেশে সেই স্লোগান তোলার ডাক দিলেন বিরোধী দলনেতা। বললেন, 'ভাঙড়ে যাওয়ার পরিস্থিতি থাকলে নিশ্চিতভাবে যাব । যাওয়ার জন্য দরজাটা খুলতে হয়। আগে নৌশাদ সিদ্দিকি সাহেবদের বলতে হবে পশ্চিমবঙ্গে 'নো ভোট টু মমতা' করি, আসুন বাঁচার জন্য। সাম্প্রদায়িক বিজেপির বিধায়ককে দরজাটা কি খুলবেন ?'
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই লাগাতার অশান্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ! ভোট ঘোষণার পর থেকে শনিবার অবধি
শুধু ভাঙড়েই প্রাণ গেছে ৭ জনের ! যার মধ্য়ে রয়েছে শাসক থেকে বিরোধী, সব দলেরই কর্মী ! শুক্রবার সেই ভাঙড়ে নিহত ISF কর্মীর বাড়িতে যেতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন ভাঙড়েরই বিধায়ক নৌশাদ সিদ্দিকি ! আট ঘণ্টা রাস্তায় অপেক্ষার পর ফিরতে হয় তাঁকে। এই আবহেই, শনিবার ভাঙড় নিয়ে নৌশাদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন শুভেন্দু।
এনিয়ে ফের আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, 'ঝোলা থেকে যে বিড়ালটা বেরিয়ে পড়েছে, সেটা বিভিন্ন ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। নৌশাদ সিদ্দিকি বিজেপির দালাল। বিজেপি যে কথা বলে, উনি সে কথা শোনেন। ওঁর মুখ আর মুখোশ সম্পূর্ণ আলাদ। উনি ভাঙড়ে এসে এক ধরনের কথা বলেন। আর ভাঙড়ের বাইরে গিয়ে বিজেপির সঙ্গে কোলাকুলি করেন।'
পাল্টা নৌশাদ বলেন, 'আমি তো প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে আসছি। এই পঞ্চায়েত নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে বারণ করেছি। বিগত বিধানসভা নির্বাচনেও ভোট দিতে বারণ করেছি।'
গত মাসে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে নৌশাদ সিদ্দিকি দাবি করেছিলেন, টাকা ও মন্ত্রিত্বের টোপ দিয়ে তাঁকে দলে টানতে চেয়েছিল তৃণমূল ! এর কয়েক সপ্তাহ পরই কিছু হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দেখিয়ে তৃণমূল আবার দাবি করে, আইএসএফ-এর বিধায়ক নৌশাদ সিদ্দিকির সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের ব্যক্তিগত সহায়ক এবং কৈলাস বিজয়বর্গীয়র কথা হয়েছিল।
ভাঙড়ের অশান্তির নেপথ্য়েও বারবার ISF-BJP আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। তার মধ্য়েই এবার গোটা বিষয়টিতে নতুন মাত্রা যোগ করল নৌশাদ সিদ্দিকির উদ্দেশে শুভেন্দু অধিকারীর বার্তা।