Howrah News: বাগনানে রূপনারায়ণ নদী থেকে যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Body Of A Young Man: যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাগনানে। এদিন বাগনানের মানকুর ঘাটে রূপনারায়ণ নদী থেকে দেহটি উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের নজরে এলে খবর দেওয়া হয় বাগনান থানায়।
সুনীত হালদার, হাওড়া: যুবকের (youth) দেহ (body) উদ্ধার (recovery) ঘিরে চাঞ্চল্য বাগনানে (bagnan)। এদিন বাগনানের মানকুর ঘাটে রূপনারায়ণ (Rupanarayan) নদী থেকে দেহটি উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের নজরে এলে খবর দেওয়া হয় বাগনান থানায় (police station)। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
কী জানা গেল?
সূত্রের খবর, দেহের কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার হয়েছে। তাতে লেখা রয়েছে শুভদীপ রায়,এস এন্ড আই বি সার্ভিস প্রাইভেট লিমিটেড। সঙ্গে লেখা, ক্যাশ অফিসার, সত্যেন রায় ব্রাঞ্চ, কলকাতা-৭০০০৩৪। পরিচয়পত্রটি মৃতদেহের কিনা, তা জানার চেষ্টা করছে বাগনান থানার পুলিশ। আপাতত দেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। তবে আচমকা যুবকের দেহ উদ্ধার হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে বাগনানে। এই প্রসঙ্গে অনেকেরই মনে পড়ে যাচ্ছে, মাসদেড়েক আগেকার একটি ঘটনার কথা। সে বার বেলুড়ের জগন্নাথ ঘাটে গঙ্গা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছিল।
কী ঘটেছিল?
সেপ্টেম্বর মাসের কথা। সকালে স্নান করতে এসে স্থানীয় বাসিন্দারা একটি দেহ ভাসতে দেখেন। এরপরই বেলুড় থানায় খবর যায়। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে দুই জোড়া চটি, দুই জোড়া জামা এবং একটি ডাক্তারের লোগো লাগানো স্কুটি উদ্ধার করে। সঙ্গে একটি ব্যাগ উদ্ধার হয়। তাতে মোবাইল ফোন, আইডেন্টিটি কার্ড, মানিব্যাগ, মোবাইল উদ্ধার মিলেছিল। আইডেন্টিটি কার্ডের নাম লেখা ড: সৌরভ সাহা রায়। অন্য ব্যক্তির খোঁজ পাওয়া মেলেনি। তবে দুপাটি জুতো, জামা-কাপড় দেখে সন্দেহ পুলিশের, তিনিও জলে ডুবে গেছেন। আবার মনে করা হচ্ছে যে দ্বিতীয় ব্যক্তি পালিয়েও যেতে পারেন। এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় বেলুড় জগন্নাথ ঘাঁটে। আত্মহত্যা না স্নান করতে এসে ডুবে গিয়েছেন মৃত ব্যক্তি, তা স্পষ্ট হয়নি তখন। এই ঘটনার কিছুদিন আগেই বন্ধুদের সঙ্গে দামোদরের চড়ে ঘুরতে গিয়ে নদীর জলে তলিয়ে যায় ১৭ বছরের সৌরশুভ্র সাঁই। খণ্ডঘোষের গৈতানপুর এলাকার ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন কয়েকজন বন্ধুর সঙ্গে গৈতানপুরে দামোদরের চড়ে ঘুরতে যায় সৌরশুভ্র। স্নান করতে নামে বাকি বন্ধুদের সঙ্গে। কিন্তু স্নান সেরে অন্যান্য বন্ধুরা পাড়ে উঠে এলেও তলিয়ে যায় সৌরশুভ্র। এরপরই তার খোঁজে তল্লাশিতে নামে জেলা বিপর্যয় ব্যবস্থাপন দফতর, সিভিল ডিফেন্স, খণ্ডঘোষ থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। সেইদিন খোঁজ করে মেলেনি দেহ। পর দিন তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছিল।
আরও পড়ুন:অখিল-মন্তব্যে ক্ষোভে ফুঁসছে আদিবাসী সমাজ, খাতরায় খাদ্য প্রতিমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ