Buddhadeb Bhattacharjee Health Update : আজ কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য ?
Infection Status : তাঁর সংক্রমণ কোন পর্যায়ে রয়েছে, তা জানার জন্য আজ বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার জন্য রক্তের নুমনা পাঠানো হয়েছে।
সন্দীপ সরকার, কলকাতা : ধীরে ধীরে কেটেছে আতঙ্কের প্রহর। কিন্তু, আজ কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ? হাসপাতাল সূত্রের খবর, আজ ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। গত রাতেও বাইপ্যাপ সাপোর্টে ছিলেন তিনি। আশার কথা, তাঁর শরীরে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমার পাশাপাশি, বেড়েছে অক্সিজেন লেভেল। চিকিৎসকরা আশান্বিত, তিনি ধীরে ধীরে সুস্থতার পথে যাচ্ছেন।
তাঁর সংক্রমণ কোন পর্যায়ে রয়েছে, তা জানার জন্য আজ বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার জন্য রক্তের নুমনা পাঠানো হয়েছে। সেই রিপোর্ট ১১টা নাগাদ এসে পৌঁছবে। তার পর ১২টা-সাড়ে ১২টা নাগাদ মেডিক্যাল বোর্ড বসবে বৈঠকে। আজকের মেডিক্যাল বোর্ডের সেই বৈঠকে থাকার কথা দুই বাম নেতা বিমান বসু ও সূর্যকান্ত মিশ্রের। চিকিৎসকদরে তরফে এনিয়ে সম্মতিও মিলেছে।
এদিকে গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীর হিমোগ্লোবিনের যে রিপোর্ট এসেছিল, তাতে চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছিলেন, এক ইউনিট রক্ত দেওয়া হবে বুদ্ধদেববাবুকে। তাঁর হিমোগ্লোবিন নেমে গিয়েছে ৮-এ। সেই কারণে তাঁকে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু, গ্রুপিং করে দেখা যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তের গ্রুপ এবি নেগেটিভ। শুধু তা-ই নয়, এক বিশেষ ধরনের অ্যান্টিজেনযুক্ত এবি নেগেটিভ রয়েছে তাঁর গ্রুপে। সেই নির্দিষ্ট অ্যান্টিজেনযুক্ত রক্ত জোগাড় করা যায়নি। বিকল্প হিসাবে শুধু এবি নেগেটিভ গ্রুপের রক্ত পাওয়া গিয়েছে। তাই, এখনই রক্ত দেওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছেন চিকিৎসকরা। আরও কিছুটা দেখে নিয়ে তারপর রক্ত দেওয়ার বিষয়ে তাঁরা ভাবনা চিন্তা করবেন। এমনই খবর হাসপাতাল সূত্রের।
তাছাড়া আচ্ছন্নভাব পুরোপুরি কেটে গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বেশিরভাগ সময় বিছানায় বসে অক্সিজেন নিচ্ছেন তিনি। সময় কাটছে সঙ্গে থাকা সহকারীর সঙ্গে গল্প করে। এর মাঝেই একটানা বাইপ্যাপের মাস্ক পড়ে থাকা চিকিৎসকদের কাছে অনিচ্ছা প্রকাশ করছেন বুদ্ধদেব ভট্টাচার্য।
গত শনিবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Budhhadeb Bhattacharya)। ফুসফুসে সংক্রমণ সহ বেশ কিছু সমস্যা-সহ ভর্তি করা হয় তাঁকে। যার জেরে দু'দিন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখতে হয়েছিল তাঁকে। কিন্তু তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় সোমবার দুপুরে তাঁকে বের করা হয় ইনভেসিভ ভেন্টিলেশন থেকে। আপাতত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুস্থ বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে।