Buxa Tiger Reserve : বক্সায় গড়ে উঠবে পর্যটন ব্যবসা, জঙ্গল সংলগ্ন এলাকা থেকে ২৩৪টি পরিবারকে অন্যত্র সরানোর ভাবনাচিন্তা
Royal Bengal Tiger : ২৩ বছর পর বক্সার জঙ্গলে বাঘের দেখা। বাঘের উপযুক্ত বাসস্থান তৈরি করতে উদ্যোগী বন দফতর।
আলিপুরদুয়ার : তিনি আছেন। পায়ের ছাপ দেখে তেমনই অনুমান করেছিলেন সকলে। শুক্রবার মাঝরাতে বন দফতরের পাতা ক্যামেরা ট্র্যাপে প্রথমবার দেখা দেন তিনি। ২৩ বছর পর আলিপুরদুয়ারে (Alipurduar) বক্সার জঙ্গলে নিজের অস্তিত্বের জানান দেন।
প্রায় ২ যুগ পর বক্সায় রয়্যাল বেঙ্গলের (Royal Bengal Tiger) দেখা। এখন বাঘের উপযুক্ত বাসস্থান তৈরি করতে উদ্যোগী বন দফতর। জঙ্গল সংলগ্ন এলাকা থেকে ২৩৪টি পরিবারকে অন্যত্র সরানোর ভাবনাচিন্তা চলছে।
বাঘের হাত ধরে এলাকায় গড়ে উঠবে পর্যটন ব্যবসা (Tourism Business)। সেই আশাতেই বাসস্থান পরিবর্তনে রাজি স্থানীয় বাসিন্দারা। বক্সার জঙ্গলের আশেপাশে ১৫টি গ্রামে বহু মানুষের বসবাস। সেখানকার বাসিন্দাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্য এলাকা ঘিরে ফেলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সম্প্রতি এলাকায় বার বার বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ার পরই বসানো হয় ক্যামেরা ট্র্যাপ। তাতেই ছবিতে ধরা দেন বাঘমামা।
এরপরই সতর্কতা জারি করেছে বন দফতর। বক্সায় আপাতত বন্ধ জঙ্গল সাফারি (Jungle Safari)। জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি, আশেপাশের বিভিন্ন জায়গা থেকে বিট অফিসার, বন কর্মীদের পাঠানো হয়েছে বক্সায়। বাঘের সন্ধান পেতে চলছে কড়া নজরদারি। মঙ্গলবার কলকাতা থেকে গিয়েছে বন দফতরের আরও একটি দল।
প্রায় ২ যুগ পর বক্সায় বাঘের দেখা। বন দফতর সূত্রে খবর, এর আগে ১৯৯৮ সালে বাঘ দেখা গিয়েছিল বক্সার জঙ্গলে। তারপর আর দেখা মেলেনি। এই পরিস্থিতিতে এখন বাঘের উপযুক্ত বাসস্থান তৈরি করতে উদ্যোগী বন দফতর।
প্রায় ২ যুগ পর বক্সায় রয়্যাল বেঙ্গলের দেখা
বন দফতর সূত্রে খবর, প্রতিবার বাঘ গণনার সময় তাদের অস্তিত্ব টের পাওয়া গেলেও চাক্ষুষ করেননি কেউ। সম্প্রতি এলাকায় বার বার বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছিল। তারপরই বসানো হয় ক্যামেরা ট্র্যাপ। শুক্রবার গভীর রাতে তাতেই ধরা পড়ে বাঘের ছবি।