(Source: ECI/ABP News/ABP Majha)
By Election Result 2023 Live: বিজেপিকে হারিয়ে ধূপগুড়ি দখল তৃণমূলের, ৪ হাজারের বেশি ভোটে জিতলেন নির্মলচন্দ্র রায়
By Election Result 2023 Live Updates: গণনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল।
LIVE
Background
- ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের (Dhupguri Bypoll 2023) ভোটগণনা শুরু। পোস্টাল ব্যালটে গণনায় শুরুতেই হাড্ডাহাড্ডি লড়াই। শুরুতে পিছিয়ে থাকলেও এগিয়ে বিজেপি।
- উপনির্বাচনে অ্য়াডভান্টেজ ইন্ডিয়া জোট। উত্তরাখণ্ড, কেরলে এগিয়ে কংগ্রেস। উত্তরপ্রদেশে এগিয়ে সমাজবাদী পার্টি। সন্ত্রাসের অভিযোগে ত্রিপুরায় গণনা (Tripura Election) বয়কট বামেদের।
- আজ কোন ‘রায়ে’র দিকে ধূপগুড়ির রায়? আসন ধরে রাখতে পারবে বিজেপি? নাকি ছিনিয়ে নেবে তৃণমূল? দাগ কাটতে পারবে সিপিএম-কংগ্রেস জোট?
- ৬ রাজ্যের ৭ বিধানসভায় উপনির্বাচনের ফল ঘোষণা। তার মধ্য়ে অন্য়তম উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র। ২০২১-এর নির্বাচনে, এই কেন্দ্রটি দখল করেছিল বিজেপি। (BJP)
- এবার তৃণমূল বনাম বিজেপি বনাম বাম-কংগ্রেসের যৌথ প্রার্থী। উপনির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ফল কী হবে? নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্র, পঞ্চায়েত নির্বাচন থেকে অভিজ্ঞতা নিয়ে, কাউকে ধারে পাশে ঘেঁষতে দিচ্ছে না।
- ১৯৭৭-এ যেবার বামফ্রন্ট প্রথম রাজ্যের ক্ষমতায় এল, সেই তখন থেকেই ধূপগুড়ি বিধানসভা ছিল বামেদের দখলে। ২০১৬-তে প্রথমবার বামেদের হারিয়ে এই কেন্দ্রে জয়ী হন তৃণমূলের মিতালি রায়।
- তবে ২০১৯-এ উত্তরবঙ্গের নির্বাচনী সমীকরণ বদলে দেয় বিজেপি। গেরুয়া ব্রিগেডের দখলেই যায় জলপাইগুড়ি লোকসভা। যার ৭টি বিধানসভার একটি হল ধূপগুড়ি।
- এই কেন্দ্রে ১৭ হাজার ৭৬৬ ভোটে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। এর ২ বছর পরে, ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলেরই মিতালি রায়কে হারিয়ে ধূপগুড়ি বিধানসভা দখল করেন বিজেপির বিষ্ণুপদ রায়। তবে লোকসভার লিড অনেকটাই কমে যায়। জয়ের ব্যবধান নেমে আসে ৪ হাজার ৩৫৫-তে।
Dhupguri Election Result News Live: 'সাংগঠনিক দুর্বলতা রয়েছে, মানুষ মনে করেননি আমরা হারাতে পারব' ধূপগুড়িতে হারের পর বার্তা বাম নেতা সুজন চক্রবর্তীর
'সাংগঠনিক দুর্বলতা রয়েছে। মানুষকে দোষ দেব কেন, তাঁরা মনে করেননি হয়তো তৃণমূল বা বিজেপিকে আমরা হারাতে পারব, তাই কাঙ্খিত ভোট দেননি, তবে এই পরিস্থিতি বেশিদিন থাকবে না' ধূপগুড়িতে বাম প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার পর আত্ম পর্যালোচনা কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর।
Dhupguri Election Result News Live : ধূপগুড়ির জয় ইন্ডিয়া জোটের, দিল্লি যাওয়ার আগে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ধূপগুড়ির জয় ইন্ডিয়া জোটের, দিল্লি যাওয়ার আগে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Dhupguri Election Result News Live: পঞ্চায়েত ভোটের পর ফের ধাক্কা বিজেপির, তৃণমূলেরই ধূপগুড়ি
তৃণমূলের 'রায়েই' মানুষের রায়, বিজেপির হাতছাড়া ধূপগুড়ি। পঞ্চায়েত ভোটের পর ফের ধাক্কা বিজেপির, তৃণমূলেরই ধূপগুড়ি। বিজেপিকে হারিয়ে ধূপগুড়ি দখল নিল তৃণমূল কংগ্রেস। ৪৬ শতাংশ ভোট পেয়ে ধূপগুড়ি ছিনিয়ে নিল শাসকদল। বিজেপির প্রাপ্ত ভোট তৃণমূলের থেকে ২ শতাংশ কম, ৪৪% ভোট। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী পেলেন ৭ শতাংশেরও কম ভোট। ৪ হাজার ৩১৩ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। ৯৬ হাজার ৯৬১ ভোট পেলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। ৯২ হাজার ৬৪৮ ভোট পেলেন বিজেপি প্রার্থী তাপসী রায়। ১৩ হাজার ৬৬৬ ভোট পেলেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল। কার্যত কোনও ছাপই ফেলতে পারল না বাম-কংগ্রেস জোট। অভিষেকের মহকুমা-ঘোষণাই ফ্যাক্টর, মানলেন খোদ বিজেপি প্রার্থী।
Dhupguri Election Result News Live : ধূপগুড়িতে হার বিজেপির, ফ্যাক্টর অভিষেকের মহকুমা-ঘোষণা?
ধূপগুড়িতে হার বিজেপির, ফ্যাক্টর অভিষেকের মহকুমা-ঘোষণা? 'বিজেপির সঙ্গে যারা ছিল, শেষমুহূর্তে তারা সিদ্ধান্ত নিতেও পারে', বলছেন খোদ তৃণমূলত্যাগী বিজেপি নেত্রী মিতালি রায় ।
Dhupguri Election Result News Live: 'কুস্তি'তে হার অধীর-সেলিমের, ধূপগুড়িতে ভরাডুবি রাজ্য বাম-কংগ্রেসের
'কুস্তি'তে হার অধীর-সেলিমের। ধূপগুড়িতে ভরাডুবি রাজ্য বাম-কংগ্রেসের। দাগ কাটতেই পারলেন না কংগ্রেস সমর্থিত বামপ্রার্থী ঈশ্বরচন্দ্র রায়।
৬ শতাংশ ভোটেই আটকে বাম-কংগ্রেস জোটের ভোট।