Manik Bhattacharya : 'সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নিতে বারণ করছে , জিজ্ঞাসাবাদ করতে তো নয়' সিবিআইকে বিচারপতি গঙ্গোপাধ্যায়
Calcutta High Court : জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন ? উত্তরে CBI-এর আইনজীবী বলেন, মানিককে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তিনি তদন্তে সহযোগিতা করছেন না।
সৌভিক মজুমদার, কলকাতা : সুপ্রিম কোর্ট (Supreme Court of India) কড়া পদক্ষেপ নিতে বারণ করেছে । জিজ্ঞাসাবাদ করতে তো বারণ করেনি ! OMR শিট দুর্নীতি মামলায়, মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে, CBI-এর উদ্দেশে এমনই মন্তব্য় করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
এদিন কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশে বিচারপতি বলেন , OMR শিট নষ্ট করা নিয়ে মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya ) জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন ? উত্তরে CBI-এর আইনজীবী বলেন, মানিককে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তিনি তদন্তে সহযোগিতা করছেন না। তখন ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান, CBI মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে পারবে না, এই নির্দেশ প্রত্যাহারের কোনও আবেদন আপনারা জানিয়েছেন ?
উল্লেখ্য় টাকার বিনিময়ে স্কুলে চাকরি বিলির পর, সামনে এসেছে, প্রাথমিক স্কুলে পোস্টিং দুর্নীতির অভিযোগও ! সেই মামলায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) নির্দেশে প্রেসিডেন্সি জেলে গিয়ে, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ম্য়ারাথন জেরা করে সিবিআই (CBI)।
এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মানিক ভট্টাচার্য। তাঁকে জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ড, হাইকোর্টের এজলাসে চালিয়ে দেখার উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারই প্রেক্ষিতে, সোমবার বিচারপতি প্রশ্ন করেন, মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা যাবে না, এই নির্দেশ প্রত্যাহারের কোনও আবেদন CBI জানিয়েছে ? উত্তরে, CBI-এর আইনজীবী বলেন, সম্ভবত না। তবে, সম্পূর্ণ তথ্য় নিয়ে তারপর আদালতকে জানানো হবে।
এরপর, CBI-এর উদ্দেশে বিচারপতি বলেন, আপনারা কি অভিযুক্ত মানিক ভট্টাচার্যর সঙ্গে আছেন ? মানিক ভট্টাচার্য যদি সহযোগিতা না করেন, তাহলে সুপ্রিম কোর্টের দেওয়া, আগের রক্ষাকবচ প্রত্যাহারের জন্য আবেদন করছেন না কেন ? ২০২২ সালে সুপ্রিম কোর্ট মানিককে রক্ষাকবচ দিয়েছিল। এখন ২০২৩ সাল। এক বছর হয়ে গেছে। কেন সুপ্রিম কোর্টে আবেদনপত্র দাখিল করেননি ? এ সংক্রান্ত রিপোর্ট নিয়ে CBI-কে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়।
আরও পড়ুন- ফের নিম্নচাপের আশঙ্কা, চলতি সপ্তাহে কবে কবে উথাল-পাথাল বৃষ্টি?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন