Teacher Transfer : প্রশাসনিক কারণে শিক্ষক বদলিতে রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর হাইকোর্টের
Calcutta High Court : 'বদলিতে আপত্তি সংক্রান্ত মামলা পাঠানো হবে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে', নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের।
সৌভিক মজুমদার, কলকাতা : প্রশাসনিক কারণে শিক্ষক বদলিতে রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর হাইকোর্টের (Calcutta High Court)। ২০১৭ সালে জারি করা রাজ্য সরকারের বিজ্ঞপ্তি বৈধ বলে জানাল হাইকোর্ট। সামঞ্জস্যপূর্ণভাবে বদলি করতে হবে, জানাল বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চ। প্রশাসনিক প্রয়োজনে শিক্ষক বদলিতে (Teacher Transfer) আর কোনও বাধা রইল না সরকারের। 'বদলিতে আপত্তি সংক্রান্ত মামলা পাঠানো হবে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে', নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। গত ২৮ জুন বিকাশ ভবন থেকে প্রায় ৬০০ জনকে প্রশাসনিক কারণে বদলির বিজ্ঞপ্তি । চ্যালেঞ্জ জানিয়ে দায়ের মামলায় নির্দেশ হাইকোর্টের।
গত মে মাসে SSC-র গাইডলাইনে টেন সি রুলের বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল। যার ভিত্তিতে শিক্ষক বদলি (Teacher Transfer) নিয়ে সরকারের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট (Calcutta High Court)। আদালত জানিয়েছিল, ১৩ জুন পর্যন্ত শিক্ষকরা যদি নতুন জায়গায় কাজে যোগ নাও দেন, তাহলেও তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না কমিশন, নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চের। শিক্ষক বদলি নিয়ে রাজ্য় সরকারের (West Bengal Government) নির্দেশে স্থগিতাদেশ দেয়নি হাইকোর্ট। ১৩ জুন পর্যন্ত শিক্ষকরা যদি নতুন জায়গায় কাজে যোগ নাও দেন, তাহলেও তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না কমিশন। জানাল কলকাতা হাইকোর্ট। শিক্ষক বদলিতে দুর্নীতির অভিযোগ ওঠায়, এনিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বেশ কয়েকজন শিক্ষক। তার প্রেক্ষিতে বদলি নিয়ে রাজ্য়কে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu)।
এবার প্রশাসনিক কারণে শিক্ষক বদলিতে রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর হাইকোর্টের।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভাঙড় থানায় কলকাতা পুলিশের বিশেষ দল