Medical College Agitation : ৯৬ ঘণ্টা পার, অনশন আন্দোলনে অসুস্থ ১ মেডিক্যালের পড়ুয়া, এলেন চন্দ্রিমা
Kolkata Medical College : ৯৬ ঘণ্টা পার। অনশন আন্দোলনে অনড় মেডিক্যালের পড়ুয়ারা। অসুস্থ ১। হাসপাতালে এলেন চন্দ্রিমা
সন্দীপ সরকার, অরিত্রিক ভট্টাচার্য , কলকাতা : ৯৬ ঘণ্টা পার। এর মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজে ( Kolkata Medical College ) অনশনরত এক পড়ুয়া রীতমতো অসুস্থ ! তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগে। কলেজে পৌঁছেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ( Chandrima Bhattacharya )
অন্যদিকে, আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়াতে আজ কনভেনশনের ডাক দিয়েছেন চিকিৎসকদের একাংশ। কলকাতা মেডিক্যাল কলেজেই এই কনভেনশন হবে। আন্দোলনকারী পড়ুয়ারাও আগামীকাল নাগরিক মিছিলের ডাক দিয়েছ়েন।
আরও পড়ুন :
১০২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণার
আগামীকাল বৈঠক
কলকাতা মেডিক্যালে জট কাটাতে আগামীকাল বৈঠক ডেকেছে স্বাস্থ্য দফতর। বৈঠকে থাকবেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য দফতরের অন্য আধিকারিকরা, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, ডিন এবং আন্দোলনরত পড়ুয়াদের চার প্রতিনিধি। ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন সম্ভব নয় বলে আরও একবার জানিয়ে দিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
৩ দফা দাবি কী কী
৩ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা থেকে অনশন শুরু করেন ৫ পড়ুয়া। আন্দোলনকারীদের দাবি, নোটিসে পূর্ব ঘোষণা অনুযায়ী ২২ ডিসেম্বর ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। ঘেরাও চলাকালীন কার ষড়যন্ত্রে রোগী পরিষেবা ব্যাহত হল, তা তদন্ত করে বের করে দোষীদের শাস্তি দিতে হবে এবং অধ্যক্ষের সঙ্গে আলোচনা চলাকালীন, যে অধ্যাপক পড়ুয়াদের ওপর চড়াও হন, তাঁকে পদত্যাগ করতে হবে।
ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে পড়ুয়াদের একাংশের আন্দোলনকে ঘিরে গত কয়েক দিনে দফায় দফায় উত্তেজনা ছড়ায় কলকাতা মেডিক্যাল কলেজে। গত সোমবার দুপুর থেকে মঙ্গলবার রাত প্রায় দেড়টা পর্যন্ত চিকিৎসক পড়ুয়াদের একাংশের হাতে ঘেরাও হন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ-সহ একাধিক বিভাগীয় প্রধান। আন্দোলনের জেরে হাসপাতালের পরিষেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ ওঠে!
View this post on Instagram