Canara Bank: কানাড়া ব্যাঙ্কে করোনা থাবা, আক্রান্ত সমস্ত কর্মীরা
Canara Bank Bally Branch: হাওড়া জেলার বালিতে একটি ব্যাঙ্কের সব কর্মীরা করোনা আক্রান্ত হয়ে পড়ায় বন্ধ হল রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের ওই শাখা।
ভাস্কর ঘোষ, বালি: রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। বাড়ছে ওমিক্রনও। এই আবহে হাওড়া জেলার বালিতে একটি ব্যাঙ্কের সব কর্মীরা করোনা আক্রান্ত হয়ে পড়ায় বন্ধ হল রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের ওই শাখা। গতকাল থেকেই কানাড়া ব্যাঙ্কের বালি বাজার শাখায় গ্রাহক পরিষেবা ব্যাহত।
নোটিস দিয়ে ব্যাঙ্ক বন্ধ করে দিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এদিকে এই ঘটনায় চূড়ান্ত দুর্ভোগে গ্রাহকরা। ব্যাঙ্ক বন্ধ থাকায় যোগাযোগ না করা গেলেও সূত্র মারফত জানা গেছে সদর দফতরে বিষয়টি জানিয়ে অন্য শাখা থেকে কর্মী এনে ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
সম্প্রতি, করোনার থাবায় বন্ধ হল পার্ক স্ট্রিটে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা। জানা গিয়েছে, ৪৬ জন ব্যাঙ্ককর্মীর মধ্যে ৩৫ জনই সংক্রমিত। পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের এসবিআইয়ের শাখা আপাতত বন্ধ হল।শেক্সপিয়র সরণির এসবিআই ব্রাঞ্চেও বেশিরভাগই সংক্রমিত। ৫০ জন কর্মীর ৪৬ জনই সংক্রমিত। যদিও এখনও পরিষেবা জারি রয়েছে এসবিআইয়ের ওই শাখায়।
এদিকে এরই মধ্যে চিন্তা বাড়ল ওমিক্রন (Omicron) নিয়ে। উদ্বেগ বাড়িয়ে স্বাস্থ্য মন্ত্রক-ইনসাকগের রিপোর্টে বলা হয়েছে, রাজ্যে জিনোম সিকোয়েন্সিংয়ে ৭০ শতাংশই ওমিক্রন। ২ সপ্তাহের নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে ৭০ শতাংশই ওমিক্রন। আক্রান্তদের বাকি নমুনায় মিলেছে ডেল্টা, ডেল্টা প্লাসও। ওমিক্রনের জন্যেই রাজ্যের বেলাগাম করোনা, অনুমান রিপোর্টে। ওমিক্রন নিয়ে ফের বিশ্বকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকালই ওমিক্রন নিয়ে সতর্কবার্তা দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল প্রধান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছিলেন, ‘ওমিক্রন ডেল্টার মতো বিপজ্জনক না হলেও মৃদু নয়। ওমিক্রনে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুও হচ্ছে’।
অন্যদিকে, গঙ্গাসাগরে প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। কোভিড পরিস্থিতিতে বাড়তি সতর্ক জেলা প্রশাসন। পুণ্যার্থীদের জন্য বিভিন্ন জায়গায় কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বাড়ানো হয়েছে সেফ হোমের সংখ্যা, রয়েছে থার্মাল চেকিংয়ের ব্যবস্থা। মাস্ক ব্যবহার করার জন্য প্রচার চালানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ২ লক্ষ মাস্কের ব্যবস্থা রয়েছে, জানিয়েছে প্রশাসন।