(Source: Poll of Polls)
SSC: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই, ২০ জন চাকরিপ্রার্থী,চাকরি প্রাপককে তলব
চাকরি প্রাপকদের ক্ষেত্রে নিয়োগপত্র, কোনও সুপারিশপত্র থাকলে সেই সংক্রান্ত নথি চেয়েছে সিবিআই।
প্রকাশ সিনহা, কলকাতা: হাইকোর্টের নির্দেশের পর, এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় তত্পর সিবিআই। গ্রুপ সি (Group C), গ্রুপ ডি (Group D)-র ২০ জন চাকরিপ্রার্থী ও চাকরি প্রাপককে আজ নিজাম প্যালেসে (Nizam Palace) তলব করা হয়েছে। সিবিআই (CBI ) সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি আনতে বলা হয়েছে।
চাকরি প্রাপকদের ক্ষেত্রে নিয়োগপত্র, কোনও সুপারিশপত্র থাকলে সেই সংক্রান্ত নথি চেয়েছে সিবিআই। এছাড়া, SSC নিয়োগ দুর্নীতি মামলায় আজই মুর্শিদাবাদের ১৫ জন স্কুল পরিদর্শককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের কাছেও নিয়োগ সংক্রান্ত নথি চাওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তে এবার বেসরকারি ডিএলএড কলেজ কর্তৃপক্ষকে তলব করল ইডি। মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরের ৫টি কলেজের প্রিন্সিপ্যালকে আজ সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। ইডি সূত্রে খবর, অফলাইন ভর্তিতে কী কী নির্দেশ মানা হয়েছে, কীভাবে টাকা তোলা হয়েছে, সব জানতে চাওয়া হবে। মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে বেসরকারি ডিএলএড কলেজগুলি সম্পর্কে তথ্য জানা গেছে বলে ইডি সূত্রে দাবি।
আরও পড়ুন, মেঘলা আকাশে বাড়ল তাপমাত্রার পারদ, জাঁকিয়ে শীত কি এ সপ্তাহেই?
এদিকে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআইয়ের সিটের দায়িত্বভার নিলেন অশ্বিন শেনভি। ২০০৬-এর হরিয়ানা ক্যাডারের আইপিএস অফিসার চণ্ডীগড় থেকে কলকাতায় পৌঁছে চলে যান নিজাম প্যালেসে। সূত্রের খবর, SSC নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত সংক্রান্ত নথি খতিয়ে দেখার পাশাপাশি, দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন সিবিআইয়ের সিটের নতুন প্রধান অশ্বিন শেনভি।