Narada Case: নারদকাণ্ডে ফের নাড়াচাড়া, এবার কি রাজনৈতিক হেভিওয়েটদের তলব শুরু হবে?
Mathew Samuel : সোমবার কি শেষমেশ CBI-এর সামনে হাজির হবেন ম্য়াথ্য়ু স্য়ামুয়েল? ম্য়াথ্য়ু স্য়ামুয়েলের পর কি ফের রাজনৈতিক হেভিওয়েটদের তলব শুরু হবে?
![Narada Case: নারদকাণ্ডে ফের নাড়াচাড়া, এবার কি রাজনৈতিক হেভিওয়েটদের তলব শুরু হবে? CBI Calls in Mathew Samuel for Further Questioning in Narada Case, Again heavy weight political leaders will be called ? Narada Case: নারদকাণ্ডে ফের নাড়াচাড়া, এবার কি রাজনৈতিক হেভিওয়েটদের তলব শুরু হবে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/a65b53b6f4df8980a5e0b02f6c8ef221169457887156553_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্রকাশ সিন্হা, অর্ণব মুখোপাধ্য়ায় ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : স্কুল এবং পুরসভার নিয়োগ থেকে, গরু পাচারের মতো দুর্নীতি নিয়ে রাজ্য় রাজনীতি এখন তোলপাড়! তার মধ্য়েই দীর্ঘদিন বাদে, অবশেষে নারদকাণ্ড নিয়ে নাড়াচাড়া শুরু করল কেন্দ্রীয় এজেন্সি! নারদ স্টিং অপারেশনের নেপথ্য়ে থাকা ম্য়াথ্য়ু স্য়ামুয়েলকে সোমবার সকালে নিজাম প্য়ালেসে তাঁকে ডেকে পাঠাল সিবিআই! ২০১৬ সালের বিধানসভা ভোটের ঠিক আগে রাজ্য় রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছিল এই ফুটেজগুলো! নারদের সেই স্টিং অপারেশনের নেপথ্য়ে ছিলেন ম্য়াথ্য়ু স্য়ামুয়েল! যাঁকে আগেও কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। (Narada Case)
গত প্রায় দেড়বছরে নারদকাণ্ডে কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তদন্তেও সেরকম কোনও নাড়াচাড়া দেখা যায়নি।
এই পরিস্থিতিতে ম্য়াথুকে ডাকার পর প্রশ্ন উঠছে, তাহলে কি নতুন কোনও গুরুত্বপূর্ণ ও তাঞ্চল্য়কর তথ্য় এসেছে গোয়েন্দাদের হাতে? সিবিআই সূত্রে দাবি, ম্য়াথ্য়ু স্য়ামুয়েল (Mathew Samuel) যে মোবাইল ফোনে স্টিং অপারেশন করেছিলেন, তার ফরেন্সিক পরীক্ষা হয়েছে। সেই রিপোর্ট দেখে গোয়েন্দারা মনে করছেন, ম্য়াথ্য়ু বেশ কিছু তথ্য় গোপন করেছেন।
ম্য়াথ্য়ুর মোবাইল ফোনের ফরেন্সিক রিপোর্ট দেখে, গোয়েন্দাদের মনে বেশ কিছু প্রশ্ন উঠেছে। তাই এই বিষয়গুলি নিয়েই সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে সিবিআই সূত্রে দাবি।
আরও পড়ুন :
তারাপীঠে অনলাইনে পুজো দেওয়া বা প্রণামী পাঠানো যায় না ! প্রতারিত হবেন না, বার্তা মন্দিরের তরফে
নারদ কেলেঙ্কারিতে কেন শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, এই নিয়ে বার বার সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে আবার এই কেলেঙ্কারি নিয়ে ডাকাডাকি শুরু হল। ফের সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাহলে কি আবার হেভিওয়েটদের ডাক পড়বে ?
সিবিআই তলব প্রসঙ্গে ম্য়াথ্য়ু স্য়ামুয়েল জানিয়েছেন, ১৮ তারিখ (সোমবার) CBI-এর কলকাতার অফিসে হাজির হওয়ার জন্য় সমন পেয়েছি। এর আগে তদন্তকারী অফিসার যখন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তখনই তাঁকে পরিষ্কার জানিয়ে দিয়েছি, যাতায়াতের খরচ না দিলে, আমি যাব না।
আমি বিনীতভাবে বলতে চাই, CBI-কে আমার বিমানে যাতায়াত এবং কলকাতায় থাকার খরচ দিতে হবে। কারণ, ট্রেনে যেতে ৩ দিন এবং ফিরতে ৩ দিন সময় লাগবে। সাংবাদিক হিসেবে ট্রেনে যাতায়াতের জন্য় এত সময় আমি দিতে পারব না।
এখন প্রশ্ন হল, সোমবার কি শেষমেশ CBI-এর সামনে হাজির হবেন ম্য়াথ্য়ু স্য়ামুয়েল? ম্য়াথ্য়ু স্য়ামুয়েলের পর কি ফের রাজনৈতিক হেভিওয়েটদের তলব শুরু হবে? নিয়োগ থেকে গরু-কয়লা পাচারের তদন্তের মাঝে কি ফের নারদ নিয়েও শুরু হবে তৎপরতা?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)