Abhishek Banerjee : নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে CBI দফতর, অভিষেককে সকাল ১১টায় হাজিরার নির্দেশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সকাল ১১টায় হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই।
সৌমিত্র রায়, কলকাতা : হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে হাজিরা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। লিখিত নির্দেশনামায় বিচারপতি অমৃতা সিন্হা বলেন, আবেদনকারীরা, বিশেষত AB সর্বশক্তি দিয়ে তদন্তের বিরোধিতা করছেন। পুলিশও অভিযুক্তদের সাহায্য় করেছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সকাল ১১টায় হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। রাত থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নিজাম প্যালেস চত্ত্বর। অভিষেক আসার আগে পুলিশ কুকুর নিয়ে চলে তল্লাশি। নিজাম প্যালেসের ১৫ তলায় সিবিআই দফতরের বাইরেও তল্লাশি চালায় ডগ স্কোয়াড। CRPF-এর সঙ্গে কথা বলেন অভিষেকের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরাও। নিজাম প্যালেসে উপস্থিত ডিসি সাউথ প্রিয়ব্রত রায় ও ডিসি সাউথ টু বুদ্ধদেব মুখোপাধ্যায়।
আরও পড়ুন :
রোজ খাবার প্যাক করছেন অ্যালমিনিয়াম ফয়েলে ? কতটা ক্ষতি জানেন?
নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা। বিচারপতি মন্তব্য় করেন,'ক্ষমতাসীন ব্য়ক্তিদের পৃষ্ঠপোষকতা এবং আশীর্বাদ ছাড়া এই কোটি কোটি টাকার দুর্নীতি সম্ভব নয়। দুর্নীতির টাকা অনেক হাতে ঘুরেছে। এক্ষেত্রে পদে পদে হুমকি এবং চ্য়ালেঞ্জ আসাটা অস্বাভাবিক নয়। তদন্তকারী অফিসারদের বাধা টপকে সত্য়িটা বার করতে হবে এবং অপরাধীদের শাস্তি দিতে হবে। তদন্তকারীদের অফিসারদের কাউকে সমন করার ক্ষমতা, নির্দিষ্ট কারও মধ্য়ে সীমাবদ্ধ নয়। লক্ষ্য়ে পৌঁছতে তাঁদের এই ক্ষমতার কার্যকরী প্রয়োগ করতে হবে।'
নবজোয়ার যাত্রার মাঝেই অভিষেককে সিবিআই তলবকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছে তৃণমূল। দলের মতে, নবজোয়ার বন্ধ করার চেষ্টা করছে। ইডি-সিবিআই তৃণমূলকে ভয় পায়। রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে অভিষেককে এজেন্সি দিয়ে ডেকে পাঠাচ্ছে।
অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ব্য়াখ্যা, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের কথায় উঠে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ দাবি করেছিলেন, তাঁকে নাম বলানোর জন্য চাপ দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। এই নিয়ে নিম্ন আদালত ও হেস্টিংস থানায় অভিযোগও করেন কুন্তল। বিষয়টি আদালতে গড়ায়। বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশের পর অভিষেককে তলব করে সিবিআই।
আরও পড়ুন :