CBI at Firhad-Madan House: 'আমি কি চোর? বারবার এই হেনস্থা কেন?', তোপ পুরমন্ত্রীর
Firhad Hakim, Madan Mitra House CBI LIVE Updates: রাজ্যের দুই নেতা-মন্ত্রীর বাড়িতে সিবিআই হানা, দেখতে থাকুন গুরুত্বপূর্ণ খবরের সব আপডেট...

Background
কলকাতা: ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বাড়িতে সিবিআই (CBI)। পুরমন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে চেতলায় পুরমন্ত্রীর বাড়িতে সিবিআই। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির হানার পর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই। চেতলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে তল্লাশি সিবিআইয়ের। সকাল ৯টা নাগাদ পুরমন্ত্রীর বাড়িতে ঢোকে সিবিআই ।
অন্যদিকে, মদন মিত্রের (Madan Mitra) বাড়িতেও সিবিআই। ফিরহাদের পর মদনের বাড়িতেও সিবিআই। ভবানীপুরে (Bhowanipur) মদন মিত্রের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে সিবিআই তল্লাশি। সকাল সাড়ে ৯টা নাগাদ মদন মিত্রের বাড়িতে ঢোকে সিবিআই।
CBI Raid LIVE Updates: 'আমি কি চোর? বারবার এই হেনস্থা কেন?', তোপ পুরমন্ত্রীর
পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য়ের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সাড়ে নয় ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালাল CBI. আমি কি চোর? বারবার এই হেনস্থা কেন? সিবিআই বাড়ি থেকে বেরিয়ে যেতেই সুর চড়ালেন ফিরহাদ হাকিম। পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী।
Firhad-Madan Mitra CBI LIVE Updates: 'তুমি সিবিআইয়ের ভয়ে বিজেপিতে যেতে পার বিজেপিতে, আমি যাব না', তোপ ফিরহাদের
তল্লাশি পরে সাংবাদিক বৈঠকে নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন ফিরহাদ। সাংবাদিক সম্মেলনে বসে ফিরহাদ হাকিম বলেন, 'তুমি সিবিআইয়ের ভয়ে বিজেপিতে যেতে পার বিজেপিতে, আমি যাব না। আমি আমার আদর্শ ছেড়ে যাব না।'






















