Voter List Controversy: ভুয়ো ভোটার নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি, এবার কি ভোটার-আধার কার্ড লিঙ্ক ?
Election Commission : অতীতে, নির্বাচনী সংস্থা রাজ্যগুলিকে বার্ষিক ভোটার তালিকা আপডেটের সময় ভোটারদের ছবিযুক্ত পরিচয়পত্রে সমস্ত অসঙ্গতি দূর করার নির্দেশ দিয়েছিল।

নয়াদিল্লি : ভুয়ো ভোটার নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। এনিয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা। ভুয়ো ভোটার নিয়ে সংসদে আলোচনার দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাজ্যেও এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই আবহে এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা নিয়ে বৈঠক ডাকলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, পরিষদীয় দফতরের সচিব ও UIDAI-এর CEO-কে আলোচনার জন্য ডাকা হয়েছে। আগামী ১৮ মার্চ মঙ্গলবার এই বৈঠক হতে পারে বলে সূত্রের খবর।
নির্বাচন কমিশন ৩০ এপ্রিলের মধ্যে সমস্ত জাতীয় ও রাজ্য রাজনৈতিক দলগুলিকে ERO, DEO, এবং CEO-দের কাছে এই সংক্রান্ত অমীমাংসিত সমস্যার কথা জানানোর কথা বলেছে। এর আগে গত ১০ মার্চ নির্বাচন কমিশন বলেছিল, ডুপ্লিকেট ভোটার কার্ডের বিষয়টি "Legacy Issue". ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে এইসব কার্ড ইস্যু করা হয়েছে বলে অভিযোগ উঠছে। যখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় ছিল না।
অতীতে, নির্বাচনী সংস্থা রাজ্যগুলিকে বার্ষিক ভোটার তালিকা আপডেটের সময় ভোটারদের ছবিযুক্ত পরিচয়পত্রে সমস্ত অসঙ্গতি দূর করার নির্দেশ দিয়েছিল। নির্বাচন কমিশন সম্প্রতি স্পষ্ট করে দিয়েছে, EPIC নম্বর যা-ই হোক না কেন, একজন ভোটার কেবল নির্ধারিত ভোটকেন্দ্রেই ভোট দিতে পারবেন। এরই মধ্যে কমিশন জানিয়েছে, যে কোনো আশঙ্কা দূর করতে, ডুপ্লিকেট EPIC নম্বরের সমস্ত মামলা তিন মাসের মধ্যে সমাধান করা হবে, যার মাধ্যমে বিদ্যমান ডুপ্লিকেট EPIC নম্বরধারী ভোটারদের জন্য এবং ভবিষ্যতের ভোটারদের জন্যও একটি অনন্য EPIC নম্বর নিশ্চিত করা হবে।
ভুয়ো ভোটার তালিকা-তরজা
গত সোমবারের পর মঙ্গলবারও ভুয়ো ভোটার ইস্য়ুতে, লোকসভার পর, উত্তপ্ত হয় রাজ্য়সভা। ভূতুড়ে ভোটার নিয়ে আলোচনার প্রস্তাব খারিজ হতেই বিক্ষোভে সামিল হন তৃণমূল, বিজেডি-সহ একাধিক বিরোধী দলের সাংসদ। ওয়াকআউট করে তৃণমূল, কংগ্রেস ও বিজু জনতা দল। তাৎপর্যপূর্ণভাবে, সোমবারই ভুয়ো ভোটার নিয়ে সংসদে আলোচনার দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবারও এই ইস্য়ুতে সংসদে তৃণমূলের পাশে দাঁড়াতে দেখা যায় কংগ্রেসকে।
কিন্তু রাজ্য়ে আবার উল্টো ছবি। এখানে ভুয়ো ভোটার নিয়ে তৃণমূলকেই দুষতে দেখা যাচ্ছে অধীর চৌধুরীকে। তিনি বলেছেন, 'ভুতূড়ে ভোট শুধু নয়, মৃত ভোট জীবিত হয়ে ভোট দিয়ে দেয়। পরিযায়ী শ্রমিক তাঁরা ভোট দিয়ে দেন। অসংখ্য় জাল ভোটার তৃণমূল তৈরি করে তাদের নিজেদের কাস্টডিতে রাখে। প্রায় ৩৫ থেকে ৪০ লাখ ভুয়ো ভোটার আছে বলে আমার কাছে খবর।'
ভুয়ো ভোটার ইস্য়ুতে তৃণমূল পাশে পেয়েছে ওড়িশায় সদ্য় বিজেপির কাছে ক্ষমতাচ্য়ূত বিজু জনতা দলকে। যা নিয়ে আবার কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।






















