Mamata Banerjee:'প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে আমি মর্মাহত' শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee On Buddhadeb Bhattacharya: প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৮০ বছর বয়সে প্রয়াত। বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former CM Buddhadeb Bhattacharjee)। বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শোকবার্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি।
— Mamata Banerjee (@MamataOfficial) August 8, 2024
এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি…
শোকবার্তা মুখ্যমন্ত্রীর: মুখ্যমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন, তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দুঃখিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই (এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
সুদীর্ঘ রাজনৈতিক জীবন তাঁর। ১১ বছর ছিলেন মুখ্যমন্ত্রীর পদে। বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে গভীরভাবে শোকাহত বলে পোস্ট করেছেন রাজ্য়ের বিরোধী দলেনতা। শুভেন্দু অধিকারী বলেন, "ওঁর পরিবারের সদস্যদের জানাই সমবেদনা। ওঁর আত্মার শান্তি কামনা করি।'' রাজভবনের তরফে শোকবার্তায় বলা হয়েছে, মাননীয় রাজ্যপাল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে শোকাহত। তাঁর পরিবার ও শুভাকাঙ্খীরা এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ক্ষমতা অর্জন করুন, এই প্রার্থনা।
I am deeply saddened to learn that former West Bengal Chief Minister; Shri Buddhadeb Bhattacharya has left for his heavenly abode.
— Suvendu Adhikari (@SuvenduWB) August 8, 2024
Condolences to his family members and admirers.
I pray that his soul finds eternal peace.
Om Shanti 🙏 pic.twitter.com/312uZBGFCV
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee Died: যুগাবসান, ফিরে দেখা বুদ্ধদেব ভট্টাচার্যের কর্মজীবন